মোজাম্মেল হক লিটন, নোয়াখালী প্রতিনিধিঃ
চাটখিল উপজেলার মোমিনপুর গ্রামের একটি সড়ক দীর্ঘ দিন থেকে চলাচলের অযোগ্য হয়ে পড়েছে। এতে করে স্থানীয় এলাকাবাসীর যাতায়াতের
মারাত্মক দূর্ভোগ পোহাতে হচ্ছে। দীর্ঘ ১৫বছরেও সড়কটি মেরামতের কোন ব্যবস্থাই নেয়নি স্থানীয় জনপ্রতিনিধিরা। এলাকাবাসী বার বার সড়কটি মেরামতের দাবি জানালেও কোন জনপ্রতিনিধিই সড়কটি মেরামতের ব্যবস্থা করেনি। ফলে এলাকাবাসী বাধ্য হয়ে ব্যক্তিগত অর্থ ও শ্রম-ঘামে সড়কটি মেরামত করেন। স্থানীয় সূত্রে জানা যায়, মোমিনপুর শাহজকি – পোদ্দার বাজার সড়কের মোমিনপুর অংশের প্রায় দেড় কিলোমিটার সড়ক দীর্ঘ ১৫ বছরেও কোন মেরামত করা হয় নাই। বর্ষার মৌসুমে এই সড়কটি দিয়ে একেবারে চলাচলই করা যায় না। জনসাধারনের ভোগান্তির কথা জানিয়ে জনপ্রতিনিধিসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে সড়কটি মেরামতের আবেদন-নিবেদন করলেও কোন লাভ হয়নি। স্থানীয়রা অভিযোগ করে বলেন, নির্বাচনের আগে জনপ্রতিনিধিরা সড়কটির ধোহাই দিয়ে ভোট চায় কিন্তু নির্বাচিত হয়ে আর কেউই সড়ক মেরামতের কোন উদ্যোগ বা ব্যবস্থা করেন না। সরকারের গ্রামীন উন্নয়নের ছোঁয়া এই অঞ্চলে লাগেনি বলে জানান স্থানীয়রা। তাই এলাকার যুব সমাজের উদ্যোগে ব্যক্তিগত অর্থ ও শ্রম-ঘামে সড়কটি সেচ্ছা শ্রমের ভিত্তিতে মেরামত করা হয়। স্বেচ্ছা শ্রমে সড়কটি মেরামত করা স্থানীয় বাসিন্দা মুরাদ বলেন, সড়কটি যুব সমাজের উদ্যোগে কেবল বর্ষার মৌসুমে কোন-রকম চলাচলের উপযোগী করা হয়েছে কিন্তু সরকারি ব্যবস্থাপনায় সড়কটি দীর্ঘস্থায়ী সংস্কার না করা হলে এই সড়ক দিয়ে চলাচল করা যাবে না। তাই আমরা সড়কটি এলজিইডি’র অর্থায়ানে দ্রুত দীর্ঘস্থায়ী সংস্কার (পাকা করণের) করার জন্য সরকারের কাছে দাবি জানাচ্ছি। স্থানীয় ১নং শাহাপুর ইউ.পি চেয়ারম্যান গোলাম হায়দার কাজলের সাথে এই বিষয়ে যোগাযোগ করলে তিনি সড়কটির দূরাবস্থার কথা স্বীকার করে বলেন, ইউনিয়ন পরিষদের যে বাজেট এতে সড়কটি মেরামত করা সম্ভব নয় তবে তিনি স্থানীয় সংসদ সদস্যের কাছে আবেদন করেছেন। সংসদ সদস্য সড়কটি পাকা করণের আশ্বাস দিয়েছেন।
Leave a Reply