মোজাম্মেল হক লিটন, নোয়াখালী প্রতিনিধিঃ
চাটখিল থানা পুলিশ বিশেষ অভিযান চালিয়ে গত বৃহস্পতিবার গভীর রাতে চাটখিল পৌর শহরের সুন্দরপুর টুকুন গাজী ফলোয়ান বাড়ি থেকে ২হাজার পিছ ইয়াবাসহ মাদক ব্যবসায়ী মো: খোকন (৩২) কে গ্রেফতার করেছে। খোকন ঐ বাড়ির মৃত আলী আজ্জমের ছেলে। চাটখিল থানার এসআই কৃষ্ণ কুমার দাসের নেতৃত্বে একদল পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার রাত সাড়ে ৩টায় টুকুন গাজী ফলোয়ান বাড়ির মৃত সফিক মিয়ার ভাড়াটিয়ার বাসায় (বাসা নং-৮) এ খোকন ও রাকিব নামে দুজন ইয়াবাসহ অবস্থান করছে জানতে পেরে অভিযান চালিয়ে খোকনকে গ্রেফতার করে ২হাজার পিছু ইয়াবা সহ । এসময় খোকনের সহযোগি রাকিব পালিয়ে যায়। চাটখিল থানার ওসি আনোয়ারুল ইসলাম জানান, খোকন একজন শীর্ষ মাদক ব্যবসায়ী। তার বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন মামলাসহ ৮টি মামলা রয়েছে। খোকনকে শুক্রবার দুপুরে জেল হাজতে প্রেরন করা হয়েছে।
Leave a Reply