মোজাম্মেল হক লিটন, নোয়াখালী প্রতিনিধি: চাটখিল থানা পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে গত শনিবার রাতে ৩০লিটার চোরাই মদসহ মাদক ব্যবসায়ী আবদুর রহমান ওরফে দাইয়া (৫০) কে নিজ বাড়ি থেকে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ী চাটখিল পৌরসভাস্থ ৩নং ওয়ার্ড ভীমপুর গ্রামের মনগাজী ব্যাপারী বাড়ির মৃত. দুলা মিয়া ব্যাপারীর ছেলে। চাটখিল থানার ওসি মো. আবুল খায়ের জানান, চাটখিল থানার এসআই/(নিঃ) কৃষ্ণ কুমার দাস সঙ্গীয় ফোর্সসহ থানা এলাকায় অবৈধ মাদকদ্রব্য উদ্ধার, গ্রেফতারী ওয়ারেন্ট তামিল ও বিশেষ অভিযান পরিচালনাকালীন সময় গোপন সংবাদের ভিত্তিতে মাদক ব্যবসায়ী আবদুর রহমান ওরফে দাইয়া কে গ্রেফতার করেছে।গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে এবং রোববার দুপুরে তাকে আদালতে সোপর্দ করা হয়েছে।
Leave a Reply