মোজাম্মেল হক লিটন, নোয়াখালী প্রতিনিধিঃ নোয়াখালীর চাটখিল উপজেলা আনসার বিডিপি কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মনোয়ারা’র বিরুদ্ধে বেকার ৫যুবক থেকে স্থায়ীভাবে আনসার বিডিপি’তে চাকুরি দিবে বলে ৫লাখ টাকা ঘুষ নেওয়ার অভিযোগ পাওয়া গেছে। এই ব্যাপারে ভুক্তভোগী ঐ ৫যুবক নোয়াখালী জেলা প্রশাসক ও উপজেলা নির্বাহী অফিসারের কাছে গত বুধবার অভিযোগ দায়ের করেছেন।অভিযোগে জানা যায়, মনোয়ারা উপজেলার নিজ ভাওর গ্রামের আবদুল করিম (২৫), জহির হোসেন (২০), শাহাদাত হোসেন (২৪) গত ১৪ এপ্রিল ৩ যুবকের কাছ থেকে ৩লাখ টাকার ঘুষ গ্রহন করে। তাদের স্থায়ী চাকুরী দিবে বলে ঘুষ গ্রহন করে গত ১৫এপ্রিল ঐ ৩ যুবককে চাকুরিতে যোগদান করান। যোগদানের পর প্রতিমাসের বেতন থেকে ৩হাজার টাকা করে যুবকদের কাছ থেকে কেটে রাখতেন। অপর দুই যুবক উপজেলার মেকরারচরের মনোয়ার হোসেন ও ছয়ানীটবগা গ্রামের মো. সোহাগ। এই দুই যুবক গত ২০২০ সালে ২লাখ টাকা দিয়ে চাকুরীতে যোগদান করেন। এদের কাছ থেকেও প্রতিমাসের বেতন থেকে ৩হাজার টাকা করে কেটে রাখেন মনোয়ারা। বর্তমানে আনসার বিডিপি কর্মকর্তা মনোয়ারা ১৫ অক্টোবর থেকে এই ৫যুবকের চাকুরী নেই বলে মৌখিকভাবে জানিয়ে দেন। এ ব্যাপারে কর্মকর্তা মনোয়ারার সাথে যোগাযোগ করলে তিনি তার বিরুদ্ধে আনীত অভিযোগ অস্বীকার করে বলেন জেলা আনসার বিডিপি কর্মকর্তার নির্দেশে তাদের অস্থায়ীভাবে নিয়োগ দেওয়া হয়েছে এবং তার নির্দেশেই তাদের নিয়োগ বাতিলের কথা জানানো হয়েছে। এই বিষয়ে চাটখিল উপজেলা নির্বাহী অফিসার এএসএম মোসা অভিযোগ প্রাপ্তির কথা স্বীকার করে বলেন, ঘটনা তদন্ত করে জেলা প্রশাসকের কাছে তদন্ত প্রতিবেদন দাখিল করতে জেলা প্রশাসক নির্দেশ দিয়েছেন।
Leave a Reply