মোজাম্মেল হক লিটন, নোয়াখালী প্রতিনিধিঃ
নোয়াখালী জেলার চাটখিল উপজেলার ৪নং বদলকোট ইউনিয়নের রেজ্জাক পুর,সোসাইটি কিন্ডার গার্ডেনের সামনে শাহাদাতের দোকানে রাতের অন্ধকারে তালা কাঁটা, কাবিল পাটারি বাড়ির প্রবাসী পঙ্গু কামালের ঘরের দরজা ভেঙে চুরি, তোরাব বেপারী বাড়ির আব্দুল আজিজের ঘরে সিধ কেটে স্বর্ণ অলংকার, নগদ টাকা, মোবাইল চুরি, বড় বাড়ির হারুনের মুদি দোকানে চুরি।বড় বাড়ির রফিকের ঘরে চুরি ।
রুদ্রামপুরে সাবেক মেম্বার প্রবাসী ওমর ফারুকের ঘরে ডাকাতি, মানিকপুর উত্তর পাড়া হুমায়ূনের ঘরে পুলিশ পরিচয়ে সন্ত্রাসী হামলায় গৃহবধু সহ আহত ২জন। স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় বন্ধ থাকায় ছাত্র, ছাত্রীরা মোবাইলে বিভিন্ন ধরনের গেমস, টাকার বিনিময়ে চা দোকানের আশে পাশে বসে মোবাইলে লুডু খেলা, রাত জেগে বাজিধরে কেরাম খেলা,তাস, জুয়া খেলা। ইউনিয়ন জুড়ে মাদকের করাল গ্রাসে যুব সমাজ ধ্বংসের মুখে। প্রশাসনের বার বার অভিযান করে কিছুটা নিয়ন্ত্রণে আসলে আবার তারা জামিনে মুক্তি পেয়ে পুনরায় বিভিন্ন কৌশলে মাদক ব্যবসা চালায়।
তাই এই ধরণের অপরাধ রোধে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সুদৃষ্টি কামনা করছে ভোক্তভুগিরা ও ইউনিয়নের সাধারণ জনগণ ।
Leave a Reply