মোজাম্মেল হক লিটন,
নোয়াখালী চাটখিল প্রতিনিধিঃ
চাটখিল উপজেলার ৫নং মোহাম্মদপুর ইউনিয়ন পরিষদের আসন্ন নির্বাচনে, চেয়ারম্যান প্রার্থী মো. মেহেদী হাসান (বাহলুল) অটোরিক্সার প্রতীক পেয়েছেন। সোমবার বেলা১১ টার দিকে চাটখিল উপজেলা নির্বাচন অফিসার ও সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তা মোঃ জাকির হোসেন মো. মেহেদী হাসান (বাহলুল) এর জন্য এ প্রতীক বরাদ্দ করেন।
এ সময় চাটখিল উপজেলা নির্বাচন অফিসে মো. মেহেদী হাসান (বাহলুল) এর সাথে এলাকার বিভিন্ন শ্রেণি পেশার লোকজন উপস্থিত ছিলেন।
অটোরিক্সা প্রতিক পাওয়ার পর সাংবাদিকদের নিকট এক প্রতিক্রিয়ায় মো. মেহেদী হাসান (বাহলুল) বলেন আল্লাহর রহমতে আমাদের প্রাথমিক বিজয় হয়েছে। আমি অটোরিক্সা প্রতীক চেয়েছিলাম এ প্রতীক পেয়েছি।
এক প্রশ্নের জবাবে তিনি বলেন, চাটখিল উপজেলার সবচেয়ে অবহেলিত এবং উন্নয়ন বঞ্চিত ইউনিয়নের নাম হচ্ছে ৫নং ইউনিয়ন। জনগণ পূর্বের জনপ্রতিনিধিদের কাছ থেকে কাঙ্ক্ষিত সেবা না পেয়ে, তাদের মনের মত জনপ্রতিনিধি খুঁজছে। আল্লাহর রহমতে ৫ জানুয়ারি জনগণ তাদের মনের প্রার্থীকে ভোট দিয়ে জয়যুক্ত করবে।
এলকায় চুরি ডাকাতি সন্ত্রাস ও উন্নয়ন সংক্রান্ত এক প্রশ্নের জবাবে মো. মেহেদী হাসান (বাহলুল) বলেন, এলাকায় চুরি ডাকাতি সন্ত্রাস কারা করে, সন্ত্রাসের মদদদাতা কারা, তাদের আশ্রয়-প্রশ্রয় কারা দিচ্ছে, এগুলো সাধারণ জনগণ জানে। সুতরাং এগুলোর মূল উৎপাটন করতে হলে সম্মিলিতভাবে জনগণকে ঐক্যবদ্ধ হতে হবে। জনগণের ঐক্যবদ্ধ প্রচেষ্টায় সমাজ থেকে চুরি ডাকাতি অন্যায় অবিচার যেমন দূর করা সম্ভব তেমনি উন্নয়ন করা সম্ভব বলে তিনি মন্তব্য করেন।
আসন্ন ইউনিয়ন পরিষদের নির্বাচনে মো. মেহেদী হাসান (বাহলুল) অটোরিক্সা প্রতীকে ভোট দিয়ে, তাকে নির্বাচিত করার জন্য তিনি এলাকাবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন। তিনি ৫নং মোহাম্মদপুর ইউনিয়নের সর্বস্তরের জনগণের দোয়া ও সমর্থন কামনা করেন।
Leave a Reply