মোজাম্মেল হক লিটন, চাটখিল নোয়াখালী প্রতিনিধিঃ আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে নোয়াখালী জেলার চাটখিল উপজেলার ৮টি ইউনিয়নের চেয়ারম্যান পদে, ৩৬ জন, সাধারন সদস্য ৩০০জন, সংরক্ষিত আসনের ৬৮ জন প্রার্থী নির্বাচনে অংশ গ্রহন করছেন। ২০ শে ডিসেম্বর সোমবার স্ব স্ব রিটার্নিং কর্মকর্তাগন নির্বাচনে অংশ গ্রহনকারী প্রার্থীদের মাঝে প্রতিক বরাদ্দ করবেন। চাটখিল উপজেলার ৯টি ইউনিয়নের মধ্যে ৮ নং নোয়াখোলা ইউনিয়নের নির্বাচন উচ্চ আদালতের নির্দেশে স্থগিত রয়েছে। ৩৬ জন চেয়ারম্যান প্রার্থীর মধ্যে ৯ নং খিলপাড়া ইউনিয়নের চেয়ারম্যান পদে আলমগীর হোসেন বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। এখন চেয়ারম্যান পদে ৭টি ইউনিয়নের ৩৫ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বীতা করবেন। রোববার রাতে চাটখিল উপজেলা নির্বাচন অফিসার ও রিটার্নিং কর্মকর্তা মোঃ জাকির হোসেন স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। উপজেলা নির্বাচন অফিস থেকে দেওয়া প্রজ্ঞাপনে বলা হয়েছে ১ নং সাহাপুর ইউনিয়ন চেয়ারম্যান পদে বর্তমান মোট প্রতিদ্বন্দ্বী প্রার্থী রয়েছেন ৪ জন, ২ নং রামনারায়নপুর ইউনিয়নের চেয়ারম্যান পদে প্রার্থী রয়েছেন ৪জন, ৩ নং পরকোট ইউনিয়নের চেয়ারম্যান পদে প্রার্থী রয়েছেন ৬ জন, ৭জন প্রার্থী রয়েছেন বদলকোট ইউনিয়নে। ৫ নং মোহাম্মদপুর ইউনিয়নের চেয়ারম্যান পদে প্রার্থী আছেন ৫জন, ৬নং পাঁচগাঁও ইউনিয়নের চেয়ারম্যান পদে প্রার্থী রয়েছেন ৬ জন, ৭ নং হাটপুকুরিয়া ঘাটলাবাগ ইউনিয়নের চেয়ারম্যান পদে প্রার্থী রয়েছেন ৩ জন। ৯ নং খিলপাড়া ইউনিয়নের চেয়ারম্যান পদে প্রার্থী রয়েছেন ১জন (আলমগীর হোসেন বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত)। এছাড়া সাধারণ সদস্য পদে ৮টি ইউনিয়নের ৮১টি ওয়ার্ডের সদস্য পদে প্রার্থী রয়েছেন ৩’শ জন। সংরক্ষিত ২৪ টি ওয়ার্ডের সদস্য পদে প্রার্থী রয়েছেন ৬৮জন। মোহাম্মদপুর ইউনিয়নের সাধারণ সদস্য পদে ৬ নং ওয়ার্ড থেকে শামসুল হুদা এবং ৭ নং ওয়ার্ড থেকে মোঃ জাফর ইসলাম বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন বদলকোট ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের মোঃ খোরশেদ আলম এবং খিলপাড়া ইউনিয়নের ৩ নং ওয়ার্ডের সংরক্ষিত সদস্য মমতাজ বেগম। মনোনয়নপত্র প্রত্যাহারের শেষদিন চেয়ারম্যান পদে ২৫, জন সাধারণ সদস্য পদে ২১ জন এবং সংরক্ষিত আসনের সদস্য পদে ১জন প্রার্থী তাদের মনোনয়নপত্র প্রত্যাহার করেন।
Leave a Reply