মোজাম্মেল হক লিটন, নোয়াখালী প্রতিনিধিঃ পুলিশ সুপার নোয়াখালী মহোদয়ের সার্বিক তত্বাবধানে অফিসার ইনচার্জ, চাটখিল থানা, নোয়াখালীর নির্দেশনায় এসআই মোঃ শাহ আলমসহ সঙ্গীয় ফোর্স চাটখিল থানা এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে সঙ্গবদ্ধ চোর চক্রের সক্রিয় সদস্য রুদ্ররামপুর গ্রামের মৃত আব্দুল মান্নানের ছেলে মাদক ব্যবসায়ী মোঃ রাশেদ আলম(৩০),ও রাজ্জাক পুর বড়বাড়ির শাহআলম মিরনের ছেলে রাকিব হোসেন(১৮), ,কে গ্রেফতার করেন, উভয়ের বাড়ি বদলকোট ইউপিতে।আসামী গনের নিকট হইতে চোরাইকৃত ০২ টি মোবাইল সেট এবং ২২ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। আসামীদ্বয়ের বিরুদ্ধে চাটখিল থানার মামলা নং-০৩, তাং-১০/০৮/২০২১ ইং, ধারা-৪৬১/৩৮০ প্যানাল কোড এবং চাটখিল থানার মামলা নং-০৩,তারিখ ১০/০৮/২০২১ইং, ধারা- মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ সনের ৩৬(১) এর সারনী ১০(ক)/৪১ রুজু করে আইনি প্রক্রিয়া শেষে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরন করার হয়। বিষয়টি নিচ্চিত করেন চাটখিল থানার অফিসার ইনচার্জ(ওসি)’মোঃ আবুল খায়ের।
Leave a Reply