মোজাম্মেল হক লিটন, নোয়াখালী প্রতিনিধি:
চাটখিল পৌরসভার (দক্ষিণ) সিএনজি শ্রমিক ইউনিয়নের কমিটি গঠনের লক্ষ্যে গতকাল শুক্রবার দুপুরে চাটখিল পৌর মার্কেট দক্ষিনে একসভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাটখিল পৌরসভার মেয়র মো. নিজাম উদ্দিন (ভিপি নিজাম), বিশেষ অতিথি ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান আলী তাহের ইভু। সভায় বক্তব্য রাখেন চাটখিল প্রেস ক্লাবের সহ-সাধারন সম্পাদক সাংবাদিক গুলজার হোসেন সৈকত, পৌর কাউন্সিলর নওশাদুল করিম, যুবলীগ নেতা মেহেদী হাসান। সভা শেষে সর্বসম্মতিক্রমে মো. ইসমাইল হোসেন কে সভাপতি ও মো. খোকন কে সাধারন সম্পাদক করে ২১সদস্য বিশিষ্ট চাটখিল পৌরসভা দক্ষিণ সিএনজি শ্রমিক ইউনিয়ন কমিটি গঠন করা হয়। প্রধান অতিথির বক্তব্যে পৌর মেয়র নিজাম উদ্দিন পৌর শহরের যানজট নিরসনকল্পে অচিরেই একটি সিএনজি ষ্ট্যান্ড করার ঘোষনা দেন ও সিএনজি ড্রাইভারদের মাদক বহন এবং সেবন থেকে মুক্ত থাকার অনুরোধ করেন।
Leave a Reply