মোজাম্মেল হক লিটন, (নোয়াখালী) প্রতিনিধি: মহান বিজয় দিবস উপলক্ষ্যে গত শুক্রবার বিকেলে চাটখিল প্রেস ক্লাবে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। প্রেস ক্লাব সভাপতি সিনিয়র সাংবাদিক মো. হাবিবুর রহমানের সভাপতিত্বে ও সাধারন সম্পাদক শোয়েব হোসেন ভুলুর পরিচালনায় প্রেস ক্লাবের সভা কক্ষে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন, প্রেস ক্লাব প্রতিষ্ঠাতা সাধারন সম্পাদক সৈয়দ মুশফিকুর রহমান, সাবেক সহ-সাধারন সম্পাদক আবদুল কাদের সিদ্দিকী মিলন, অর্থ-সম্পাদক জসিম মাহমুদ, সাবেক অর্থ-সম্পাদক মামুন হোসেন, সাংবাদিক মনির হোসেন, গোলাম সারোয়ার, মোজাম্মেল হক লিটন প্রমুখ। বক্তরা বলেন মুক্তিযুদ্ধের মহা নায়ক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সহ যারা বিভিন্নভাবে ত্যাগ স্বীকার করেছেন এবং যাদের রক্তের বিনিময়ে বিজয় অর্জিত হয়েছে সকলের আত্মার মাগফেরাত কামনা করেন।
Leave a Reply