মোজাম্মেল হক লিটন, নোয়াখালী প্রতিনিধিঃ আচাটখিল থানার নবাগত ওসি মো. আবুল খায়ের আজ সোমবার সন্ধ্যায় চাটখিল প্রেস ক্লাবে সাংবাদিকদের সাথে মতবিনিময় করেন। এসময় তার সঙ্গে ছিলেন চাটখিল থানার ওসি (তদন্ত) হুমায়ন কবির ও সেকেন্ড অফিসার কৃষ্ণ কুমার দাস। অনুষ্ঠানের শুরুতেই জাতীয় শোক দিবস উপলক্ষ্যে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সহ তার পরিবারের নিহতদের জন্য বিশেষ মোনাজাতে তাদের আত্মার মাগফেরাত কামনা করা হয়।মোনাজাত পরিচালনা করেন মাওলানা মফিজুল ইসলাম। এরপর চাটখিল প্রেস ক্লাব সভাপতি সিনিয়র সাংবাদিক মো. হাবিবুর রহমানের সভাপতিত্বে ও সাধারন সম্পাদক মো. শোয়েব হোসেন ভুলু’র সঞ্চালনায় এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। মতবিনিময় সভায় চাটখিল থানার নবাগত ওসি মো. আবুল খায়ের বলেন “আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশকে সবচেয়ে বেশি সহযোগিতা করছেন সাংবাদিকবৃন্দ। এই সহযোগিতার ধারা অব্যাহত রেখে তিনি চাটখিল প্রেসক্লাবের সাথে সম্পৃক্ত সকল সাংবাদিকদের সহযোগিতা কামনা করেন। এসময় তিনি মাদক নির্মূল, বাল্য বিবাহ রোধ, নারী ও শিশু নির্যাতন এবং ধর্ষনের ঘটনাসহ আইনশৃঙ্খলা রক্ষায় জিরো টলারেন্সের ঘোষনা দেন। চাটখিল প্রেস ক্লাবের সভাপতি মো. হাবিবুর রহমান পুলিশ প্রশাসনের প্রতি দৃষ্টিগোচর করে বলেন, চাটখিলে ফেসবুক সাংবাদিক নামে অনেক ভুয়া সাংবাদিক রয়েছে যারা ফেসবুকে দৈনিক সংবাদ, প্রিয় চাটখিল সহ বিভিন্ন নামে-বেনামে ফেসবুক ফেইক আইডি খুলে জনগন ও প্রশাসনকে ধোকা দিচ্ছে। তাই তিনি এদের বিরুদ্ধে প্রচলিত আইনে ব্যবস্থা গ্রহনের অনুরোধ করেন। পরে চাটখিল প্রেসক্লাবের সভাপতি সকল সাংবাদিকদের পক্ষে নবাগত ওসি আবুল খায়েরকে আইনশৃঙ্খলা রক্ষাসহ সার্বিক সহযোগিতা করার ঘোষনা দেন। মতবিনিময় সভায় চাটখিল প্রেস ক্লাবের সাথে সংশ্লিষ্ট সকল সাংবাদিকবৃন্দ সহ অতিথিবৃন্দ উপস্থিত ছিলেন।
Leave a Reply