তানজিল আহমেদ রনি চুয়াডাঙ্গা জেলা প্রতিনিধি চুয়াডাঙ্গার ফুলবাড়ী সীমান্ত থেকে দেশের ১ হাজার টাকার ৯৬ হাজার জাল টাকা ২২ কেজি গাঁজা ১ টি মটরসাইকেল সহ ৩ জন চোরাচালানীকে আটক করেছে চুয়াডাঙ্গা-৬ বিজিবি। শনিবার দিবাগত রাতে বিজিবি বিশেষ অভিযানে এই গুলো আটক করা হয়। আটককৃতরা হলো চুয়াডাঙ্গা জেলার দামুড়হুদা উপজেলার সীমান্তবর্তী কুড়–লগাছি গ্রামের নূরুলহুদার ছেলে জাল টাকার নেট তৈরি চক্রের সদস্য আব্দুর ছাত্তার (৩৮), গাঁজা ব্যবসায়ী একই উপজেলার সীমান্তবর্তী ঠাকুরপুর গ্রামের নূর মোহাম্মদের ছেলে নওশেদ আলী গনি (৩৫) ও জুলফিকার আলীর ছেলে সাইফুল ইসলাম(২৫)। শনিবার দুপুর ১ টার দিকে তাদের কে দর্শনা থানায় সোর্পদ করা হয়েছে। শনিবার দুপুর ১২ টার দিকে চুয়াডাঙ্গা-৬ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে: কর্ণেল মোঃ খালেকুজ্জামান পিএসসি জানান, শুক্রবার সন্ধ্যা ৭ টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে সীমান্তের কুড়লগাছি গ্রামে জাল টাকার নেট তৈরি চক্রের সদস্য আব্দুর ছাত্তার কে ১ হাজার টাকার নেট ৯৬ হাজার জাল টাকা সহ আটক করা হয়। এ সময় পালিয়ে যায় জাল টাকা তৈরি চক্রের অন্য সদস্য কুড়লগাছি গ্রামের হান্নান ও রানা। এছাড়া এদের ঝিনাইদাহে জাল টাকার নেট তৈরির মেশিনের সহ একটি চক্রে রয়েছে। অন্য সদস্যেদের কে ধরতে বের হলে ঠাকুরপুর সীমান্ত থেকে পৃথক ২ টি স্থান থেকে ২২ কেজি গাঁজা সহ নওশেদ আলী গনি ও সাইফুল ইসলাম কে আটক করা হয়। শনিবার দুপুর ১ টার দিকে বিজিবি বাদী হয়ে দর্শনা থানায় মামলা দায়ের করেছে। পলিশ তদন্ত পূর্বক জাল টাকা চক্র সাথে জড়িতে আরও আসামীদের ধরতে সক্ষম হবে বলে আশা করেন।
Leave a Reply