কলকাতা থেকে নিউজ দাতা মনোয়ার ইমাম।
আজ কলকাতার পার্ক সার্কাস সেভেন পয়েন্ট থেকে পার্ক স্ট্রিটের উচ্ছ মাধ্যমিক শিক্ষা পরিষদ পযন্ত বিশাল ট্রেড কেলেঙ্কারির বিচারের দাবিতে বিশাল মিছিল বের করেন বামফ্রন্টের নেতৃত্ব। তাদের দাবি অবিলম্বে দুর্নীতি পরায়ন মন্রী ও আমলাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা এবং দোষীদের গ্রেপ্তার করতে হবে। সাথে সাথে সফল ট্রেড পরিক্ষায় কৃতকার্য প্রার্থীদের নিয়োগ দিতে হবে। কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ ব্যানার্জী র নির্দেশ এ শিক্ষা প্রতিষ্ঠানে বেআইনি আর্থিক লেনদেন মাধ্যমে অকৃতকার্য ছাত্র ও ছাত্রীদের চাকরি দেওয়া হয়েছে। সাথে সাথে কৃতকার্য ছাত্র ও ছাত্রীদের বঞ্চিত করা হয়েছে চাকরি থেকে। সেই কেশের তদন্ত করতে গিয়ে ইডি হাতে গ্রেপ্তার হন পশ্চিম বাংলার তৃনমূল দলের মহাসচিব ও পশ্চিম বাংলার শিল্প মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। তিনি বর্তমানে সিবিআই এর হেফাজতে নেওয়া হয়েছে। এবং ইডির লক আপে রাখা হয়েছে কলকাতার সিবিআই দপ্তরে র ইডির হেফাজতে। তার সাথে গ্রেপ্তার করা হয়েছে তার বান্ধবী ও সহযোগী অর্পিতা চট্টোপাধ্যায় কে। তার হেফাজত থেকে উদ্ধার করা হয়েছে প্রায় ২১৫০০০০০০,কোটি, টাকা এবং পঞ্চাশ লক্ষ টাকা র গহনা ও পঞ্চাশ হাজার হাজার বেশি বিদেশী টাকা। এই ঘটনার পর রাস্তায় নেমে প্রতিবাদ করতে থাকে পশ্চিম বাংলার বিরোধী দল বিজেপি ও বামফ্রন্ট এবং ভারতের জাতীয় কংগ্রেসের নেতৃত্ব। এই ঘটনার তদন্ত করতে তৎপরতা শুরু করেছে সিবিআই ও ইডির অফিসাররা। এই ঘটনার সাথে যুক্ত যারা তাদের কে অবিলম্বে গ্রেপ্তার করতে আজ কলকাতার পার্ক সার্কাস সেভেন পয়েন্ট থেকে এবং কলকাতার শিয়ালদহ স্টেশন থেকে বিশাল মিছিল বের করে। পার্ক সার্কাস এ মিছিলে অংশ নেন বামফ্রন্টের নেতা ও সাবেক এম পি এবং বামফ্রন্টের পলিট ব্যুরোর সদস্য মহম্মদ সেলিম। এই মিছিলে অংশ নেয় প্রায় হাজার হাজার বামফ্রন্টের নেতা ও কর্মীরা।।
Leave a Reply