ছত্তিসগড় রাজ্যের নির্বাচনে বড়সড় ধাক্কা দিয়ে ভারতের জাতীয় কংগ্রেসের জয়জয়কার।। ভারতের ছত্তিসগড় রাজ্যের পঞ্চায়েত নির্বাচনে ও পৌরসভার নির্বাচনে সে রাজ্যের ক্ষমতাশীল দল ভারতের জাতীয় কংগ্রেস বিজেপি কে বড়সড় ধাক্কা দিয়ে এগিয়ে গেছে। এই নির্বাচনে ছত্তিসগড় রাজ্যের সাধারণ মানুষের রায় ভারতের জাতীয় কংগ্রেসের দিকে দিয়েছেন। বেশি ভাগ যায়গায় ভারতের জাতীয় কংগ্রেস কে বেছে নেন তারা। এর মধ্যে ছত্তিসগড় রাজ্যের ভিলাই এর মোট ৭০,টি, সিটের মধ্যে ভারতের জাতীয় কংগ্রেস পেয়েছে, ৩৭,,টি, বিজেপি পেয়েছে ২৯,টি। নিরদল প্রার্থীরা পেয়েছে ১২, টি। রিপাবলিকান, মোট সিট, ৪০,টি, ভারতের জাতীয় কংগ্রেস পেয়েছে ২৭, টি, বিজেপি, ১২,টী, নিরদল প্রার্থীরা পেয়েছে মোট, ৭টি। বিরগাও মোট সিট ৪০,টি, ভারতের জাতীয় কংগ্রেস পেয়েছে ১৯,টি, বিজেপি ১০ টি নিরদল প্রার্থীরা পেয়েছে ১১ টি সিট। চৌরালা মোট ৪০,টির, মধ্যে ভারতের জাতীয় কংগ্রেস পেয়েছে ২১,টি, বিজেপি ১৩,টি, নিরদল প্রার্থীরা পেয়েছে ৬,টি। এছাড়াও খাচাডাগড়, জামুল সারান্ঙার বৈষ্ণক্ঠপূর, নাজারপুর প্রেম নগর, রাহরামপুর শিবপুরচক কেন্দ্র থেকে বিপুল পরিমাণ ভোট পেয়ে জয়ী হয়েছে ভারতের জাতীয় কংগ্রেস। এই ছত্তিসগড় রাজ্যের সাধারণ মানুষ ভারতের জাতীয় কংগ্রেস কে ভোট দিয়ে জাতীয় কংগ্রেস কে জয়ী করার জন্য সকলেই শুভেচ্ছা জানিয়েছেন ভারতের জাতীয় কংগ্রেস নেতা ও ছত্তিসগড় রাজ্যের মুখ্যমন্ত্রী শ্রী ভূপেষ বাগেলা ও ভারতের জাতীয় কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধী ও শ্রী রাহুল গান্ধী।।
Leave a Reply