গৌতম চন্দ্র বর্মন, ঠাকুরগাঁওঃঠাকুরগাঁওয়ে ছোট ভাইয়ের মৃত্যুর খবর শোনার দুই ঘণ্টার মধ্যে হৃদরোগে আক্রান্ত হয়ে বড় ভাইয়ের মৃত্যু হয়েছে।
শনিবার (১৮ সেপ্টেম্বর) দিবাগত রাতে সদর উপজেলার রুহিয়ার আখানগড় ইউনিয়নের ঝারগাঁও গ্রামে এমন ঘটনা ঘটেছে। ঘটনার সত্যতা নিশ্চিত করেন স্থানীয় ইউপি চেয়ারম্যান নুরুল ইসলাম।
পারিবারিক সূত্রে জানা যায়,১৮ সেপ্টেম্বর শনিবার দিবাগত রাতে ১০টা ২০ মিনিটে ২নং আখানগড় ইউনিয়ন আওয়ামী লীগের ধর্ম বিষয়ক সম্পাদক আলহাজ্ব মো. হাসান রেজা (৬৬) হৃদরোগে আক্রান্ত হয়ে নিজ বাড়িতে মৃত্যুবরণ করেন।
জেলা শহরে অবস্থান করা বড় ভাই ও লাবনী ফার্মেসীর স্বত্বাধিকারী ও আখানগর ইউনিয়ন আওয়ামী লীগের উপদেষ্টা আলহাজ্ব আব্দুল বাতেন (৭৫) ভাইয়ের অসুস্থতার খবর পেয়ে শহর থেকে অ্যাম্বুলেন্স নিয়ে আসার সময় দুরামারী নামক জায়গায় ছোট ভাইয়ের মৃত্যুর খবর শুনে হৃদরোগে আক্রান্ত হয়ে রাত ১১টা ২০ মিনিটে মৃত্যুবরণ করেন।
এই মর্মান্তিক ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। মৃত দুই ভাইয়ের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন আখানগড় ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি রোমান বাদশা, রুহিয়া থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু সাঈদ বাবুসহ স্থানীয় বিভিন্ন রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ।
Leave a Reply