স্টাফ রিপোর্টার
সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার রাণীগঞ্জ ইউনিয়নের ইছগাঁও পশ্চিম পাড়ার অসহায় এক পরিবারের উপর হামলা হয়েছে। জানা যায় গত ২৯ জুলাই ঐ গ্রামের এক মহিলা বিদেশ থেকে দেশে ফেরেন। একদিন বাড়িতে অবস্তান করার পরদিন দুপুরে পাশের ঘরের রমজান মিয়া ও রহিম আলীর সাথে পূর্ব শত্রুতার জের ধরে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে ৩০ জুলাই বিকাল ৫ ঘটিকায় হামলাকারী রমজান মিয়া ও রহিম আলী তাদের বসত ভিটায় দলবল নিয়ে হামলা চালিয়ে বিদেশ ফেরত ঐ মহিলার সদ্য নির্মিত বিল্ডিং ভাংচুর করে। এসময় ঘরে অবস্থান করা ঐ মহিলার দুই বোন ও তার মায়ের উপর ও তারা হামলা চালিয়ে গুরুতর আহত করে। তাদের শোর চিৎকারে তার বাবা ছমির উদ্দিন এগিয়ে আসলে হামলাকারীরা তাকেও ব্যাপক মারধর করে। এবং ঘরের ভিতরের আসবাবপত্র ভাংচুর করে পালিয়ে যায়। পরে গুরুতর আহত আয়েশা বিবিকে জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয় এবং জায়েদা বেগম, সাহেদা বেগম, ফাতেমা বেগমকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। হামলায় আহত সাহেদা বেগম বলেন, আমি দীর্ঘ ৫ বছর বিদেশে কাটানোর পর গতকাল দেশে আসি।বিদেশে থেকে অনেক কষ্ট করে টাকা দেশে পাঠিয়ে বিল্ডিং ঘর নির্মান করি। তৈরি করার পর উক্ত ঘর ও ভিটাকে রমজান মিয়া নিজের বলে দাবি করছেন। এনিয়ে এলাকায় অনেক বিচার পঞ্চায়েত হয়েছে।প্রত্যক্ষদর্শীরা জানান রমজান মিয়া ও রহিম আলীর লোকজন অসহায় এই পরিবারের উপর পঞ্চায়েতের সিদ্ধান্ত উপেক্ষা করে সম্পূর্ণ অন্যায়ভাবে এই হামলা চালিয়েছে। জগন্নাথপুর থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। জগন্নাথপুর থানা ওসি ইখতিয়ার উদ্দিন চৌধুরী জানান ঘটনার খবর পেয়েছি তবে অভিযোগ পাইনি। শেষ খবর পাওয়া পর্যন্ত জানা যায় বাদীপক্ষ মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছেন।
Leave a Reply