মেহেদী হাসান মাছুম লক্ষ্মীপুর প্রতিনিধি:
শোকাবহ ১৫ই আগস্টে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ সকল শহীদদের স্মরণে লক্ষ্মীপুরের রায়পুরে খতমে কোরআন, দোয়া মাহফিল ও শোক সভা অনুষ্ঠিত হয়েছে। এবং পুকুরে মাছের পোনা অবমুক্ত করা হয়েছে।
শনিবার দুপুরে পৌর আওয়ামী লীগের উদ্যোগে শহরের অস্থায়ী কার্যালয়ে এ দোয়া মাহফিল ও শোক সভা অনুষ্ঠিত হয়।
পৌর আওয়ামী লীগের আহ্বায়ক আলহাজ্ব কাজী জামসেদ কবির বাক্কিবিল্লাহ’র সভাপতিত্বে
এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন লক্ষ্মীপুর-২ আসনের সাংসদ ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এডভোকেট নুর উদ্দিন চৌধুরী নয়ন।
এই সময় আরও বক্তব্য রাখেন, রায়পুর পৌর মেয়র গিয়াস উদ্দীন রুবেল ভাট, রায়পুর পৌরসভার সাবেক চেয়ারম্যান রফিকুল হায়দার বাবুল পাঠান, জেলা আওয়ামী লীগ সদস্য এডভোকেট মিজানুর রহমান মুন্সি ও উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক কাজী নাজমুল কাদের গুলজারসহ অনেকে।
এর আগে জাতির জনক বঙ্গবন্ধুসহ তাঁর পরিবারের নিহত সকল সদস্যের আত্মার মাগফেরাত করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।
অনুষ্ঠান শেষে ১৫ই আগস্ট উপলক্ষে রায়পুরের ঐতিহ্যবাহী বড় মসজিদের পুকুরে মাছের পোনা অবমুক্ত ও এতিমদের মাঝে খাবার বিতরণ করেন সংসদ সদস্য এডভোকেট নুর উদ্দিন চৌধুরী নয়ন।
Leave a Reply