কলারোয়া প্রতিনিধিঃ জাতীয় সমাজসেবা দিবস পুরস্কার” শ্রেষ্ঠ ইউনিয়ন সমাজকর্মী ক্যাটাগরিতে, উপজেলা সমাজসেবা অফিসারেরস্বীকৃতি কাজের স্পৃহা কে সত্যি বাড়িয়ে দেয় বলে সাংবাদিকদের জনান কলারোয়া উপজেলা সমাজসেবা কর্মকর্তা নুরি আলম নাহিদ।
“জাতীয় সমাজসেবা দিবস পুরস্কার” শ্রেষ্ঠ ইউনিয়ন সমাজকর্মী ক্যাটাগরিতে, উপজেলা সমাজসেবা অফিসের ইউনিয়ন সমাজকর্মী, জনাব শাহজাহান আলী মনোনীত হওয়ায়,কলারোয়া সমাজসেবা পরিবারের পক্ষ থেকে সংশ্লিষ্ট সকলের প্রতি অশেষ কৃতজ্ঞতা জানা সমাজসেবা কর্মকর্তা। কর্মকর্তা আরোও বলেন
১২ টি ইউনিয়ন ও একটি পৌরসভায় নিয়ে গঠিত কলারোয়া উপজেলায় মাত্র ৩ জন ইউনিয়ন সমাজকর্মী( ৩ জনের ১জন দির্ঘদিন অসুস্হ), ১জন কারিগরী প্রশিক্ষক দিয়ে জিটুপি, ঝণ ও অন্যান্য কার্যক্রম পরিচালনা সত্যি অনেক দূরুহ ও কষ্টসাধ্য। তবুও আলহামদুলিল্লাহ আমরা আমাদের সর্বোচ্চ পরিশ্রম ও নিষ্ঠার সাথে মোটামুটি নিখুঁতভাবে সরকারের দায়িত্ব পালন করার চেষ্টা করেছি।
সমাজসেবা অফিসের সকল সহকর্মী এ স্বীকৃতি পাওয়ার যোগ্য। আমাদের সকল সহকর্মী ধাপে ধাপে জাতিয় স্বীকৃতি অর্জন করতে সমর্থ হবেন, বলেও সেই আশাবাদ ব্যক্ত করেন সমাজসেবা অফিসার নুরি আলম নাহিদ।
কর্মকর্তা মিষ্টি মুখ করান ও অন্তরের অন্তস্থল থেকে অভিনন্দন জানান , জনাব শাহজাহান আলী ( Shahajahan Ali ) ,শ্রেষ্ঠ ইউনিয়ন সমাজকর্মী ২০২১…
Leave a Reply