নিজস্ব প্রতিনিধি;
সাতক্ষীরার তালার জালালপুরের জেঠুয়া বাজার সংলগ্ন পানি উন্নয়ন বোর্ডের খননকৃত কপোতাক্ষ নদের প্রবল স্রোতে ভেড়ীবাঁধে ব্যাপক ভাঙন শুরু হয়ে শশ্মান অভিমুখে ভাঙ্গতে শুরু করে।এসংক্রান্ত একটি সরেজমিন নিউজ(৩ জুন’২১) তারিখে দৈনিক একাত্তর বার্তা পত্রিকায় প্রকাশিত হলে পানি উন্নয়ন বোর্ডের টনক নড়ার প্রেক্ষিতে পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তা বৃন্দ বাঁধের ক্ষতিগ্রস্থ এলাকা পরিদর্শন করেন এবং যতদ্রুত সম্ভব প্রটেকশন বাঁধের আশ্বাস দেন। পরব্তীতে তালার কপোতাক্ষ নদের শালিখা নদীর স্লুুইচ গেটও পরিদর্শন করেন পরিদর্শন টিম।
রবিবার (১ আগষ্ট) সকালে পানি উন্নয়ন বোর্ডের উপ বিভাগীয় প্রকৌশলী মুন্সী আসাদুল্লাহ এলাকা পরিদর্শন করেছেন।
পানি উন্নয়ন বোর্ডের উপ-সহকারী প্রকৌশলী মোঃ ফিরোজ হোসেন, তালা উপজেলা পরিষদ চেয়ারম্যান ঘোষ সনৎ কুমার, জালালপুর ইউনিয়ন আ’লীগ সভাপতি রবিউল ইসলাম (মুক্তি), বিশিষ্ট ব্যবসায়ী, সমাজসেবক ও যায়যায়দিন তালা প্রতিনিধি ইন্দ্রজীৎ দাশ (বাপী), সাধারণ সম্পাদক অধ্যক্ষ রামপ্রশাদ দাশ, বিশিষ্ট সমাজ সেবক ও ব্যবসায়ী, ৭১ বার্তা নিউজ পোর্টালের প্রকাশক হাফেজ জহুরুল ইসলাম, জালালপুর ইউনিয়ন ওয়ার্কার্স পার্টির সাধারন সম্পাদক অধ্যাপক নজরুল ইসলাম(সাংবাদিক)পানি উন্নয়ন বোর্ডের সাভেয়ার অমিত কুমার সাহা, সাবেক মেম্বর জি,এম,মোফাজ্জেল হোসেন,ছাত্রলীগ নেতা রাজু ফকিরসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তি এসময় উপস্থিত ছিলেন।
উপ-বিভাগীয় প্রকৌশলী মুন্সী আসাদুল্লাহ বলেন, ভাঙন কবলীত এলাকা অতিদ্রুত সংস্কার করা সম্ভব হবে না। প্রকল্প তৈরী করে অনুমোদনের জন্য অনেক সময় লেগে যাবে। আমাদের সাধ্য অনুযায়ী এই মুহুর্তে একটি রিংভেড়ী বাঁধ দিয়ে এলাকা বাঁচানোর চেষ্টা করবো। সরকারী বরাদ্দ প্রাপ্তি সাপেক্ষে স্থায়ী বাঁধের ব্যবস্থা করা হবে। স্থায়ী বাঁধের জন্য সাতক্ষীরা -১ আসনের সংসদ সদস্য মহোদয়ের সাথে আলোচনা করে একচেঞ্জকে আনার পরামর্শ দেন।
Leave a Reply