জয়পুরহাট প্রতিনিধিঃ
কালাইয়ে আপন-পরান নামে দুই ভাইয়ের ফ্রি ফায়ার গেমস খেলা নিয়ে স্বামী স্ত্রী দ্বন্দের সৃষ্টি হয়,।পরে বেদম মারপিটে প্রাণ গেল চাতাল শ্রমিক স্ত্রী শাহিনুরের।
গাইবান্ধা জেলার সাঘাটা উপজেলার ভুরুগি গ্রামের শাহিনুর বেগম (৩০) স্বামী আজিবরের বলে জানা যায়।
১৩ জুলাই মঙ্গলবার বিকেলে কালাই পৌরসভার রেহেনা চাউলকল-২ এ ঘটনা ঘটে। এর পর স্বামী আজিবর পালাতক,
পুলিশ ধরার জন্য সাঁড়াশি অভিযান চলছে বলে জানান,
স্বামী স্ত্রী দুইজনে চাতালে শ্রমিক হিসেবে কাজ করতেন। তাদের বাড়ি গাইবান্ধার সাঘটা থানার ভুরঙ্গী বলে জানা গেছে।
কালাই থানার অফিসার ইনচার্জ (ওসি) সেলিম মালিক জানান,লাশ ময়না তদন্তের জন্য জয়পুরহাট জেলা আধুনিক হাসপাতালে মর্গে পাঠানো হয়েছে।
Leave a Reply