শাহাবুদ্দিন মোড়ল ঝিকরগাছা যশোর : যশোরের নাগরিক অধিকার আন্দোলন কমিটি, ঝিকরগাছার সেবা সংগঠন এবং বাংলাদেশ মানবাধিকার কল্যাণ ট্রাস্ট, ঝিকরগাছা শাখার পক্ষ থেকে ঝিকরগাছা উপজেলা মোড় হইতে হাসপাতাল মোড় এর মধ্যে সুবিধাজনক স্থানে দুইটি স্পিডব্রেকার এবং একটি ফুটওভার ব্রিজ অথবা একটি আন্ডারপাসের দাবীতে জেলা প্রশাসক ও নির্বাহী প্রকৌশলীর দপ্তরে স্মারকলিপি প্রদান করা হয়েছে। বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টায় জেলা প্রশাসক অনুপস্থিত থাকায় তার পক্ষে অতিরিক্ত জেলা প্রশাসক মনোয়ার হোসেন, সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী আবুল কালাম আজাদ স্মারকলিপি গ্রহণ করেন। এসময়সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী আবুল কালাম আজাদ জানান, আগামী জুলাই মাসেই তাদের টিম স্পট পরিদর্শনে আসবেন এবং যতদ্রুত সম্ভব এখানে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করবেন। স্মারকলিপি প্রদানের সময় উপস্থিত ছিলেন নাগরিক অধিকার আন্দোলন কমিটির সমন্বয়ক মাসুদুুজ্জামান মিঠু, কোর কমিটির সদস্য ডাঃ আব্দুল্লাহ, সেবা সংগঠনের সভাপতি মাস্টার আশরাফুজ্জামান বাবু, সহ সভাপতি আলীশাহ, সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনির, সদস্য সঞ্জয় কুমার, বাংলাদেশ মানবাধিকার কল্যাণ ট্রাষ্ট এর কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক সুলতান আহমদ, ঝিকরগাছা উপজেলা শাখার সভাপতি সাজ্জাদ নুরুল হক বিন্তু সহ আরো অনেকে।
Leave a Reply