আব্দুল খালেক সুমন:
গতকাল ২৬/৯/২০২১ইং তারিখ রোজ রবিবার গাজীপুর মহানগর টিএন্ডটি বাজার এলাকায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়ে কটুক্তি করার প্রতিবাদে গাজীপুর মহানগর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও গাজীপুর সিটি কর্পোরেশনের মেয়র জাহাঙ্গীর আলমের বিরুদ্ধে ৫ম দিনের মতো বহিষ্কারের দাবিতে বিক্ষোভ ও মিছিল করেন, গাজীপুর মহানগর ৪৭ নং ওয়ার্ড আওয়ামীলীগের সদস্য সচিব মোঃ আহসান উল্লাহ ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
গতকাল রোববার মহানগরীর টিএন্ডটি বাজার এলাকায় এই বিক্ষোভ কর্মসুচী পালিত হয়। এসময় বিক্ষুব্ধরা টঙ্গী কালীগঞ্জ ঘোড়াশাল মহাসড়ক অবরোধ করে টায়ার ও কুশপুত্তলিকায় অগ্নিসংযোগ করে মেয়র বিরোধী শ্লোগান দিতে থাকে। এসময় প্রায় একঘন্টা যান চলাচল বন্ধ থাকে।
উক্ত কর্মসূচিতে আইন-শৃঙ্খলা বাহিনী হিসেবে উপস্থিত ছিলেন, গাজীপুর মেট্রোপলিটন পুলিশের জনাব ইলতুৎ মিশ উপ-পুলিশ কমিশনার অপরাধ (দক্ষিণ)। টঙ্গী পর্ব থানার অফিসার ইনচার্জ মোঃ জাবেদ মাসুদ।
কর্মসুচীতে উপস্থিত ছিলেন ৪৭ নং ওয়ার্ড আওয়ামীলীগের সদস্য সচিব মোঃ আহসান উল্লাহ, মহানগর তাতীলীগের সাধারন সম্পাদক শাহ মোহাম্মদ আমান, টঙ্গী পূর্ব থানা কৃষকলীগের সভাপতি মোস্তফা কামাল, ৪৭নং ওয়ার্ড যুবলীগের আহ্বায়ক মনির হোসেন সাগর, টঙ্গী সরকারি কলেজ শাখা ছাত্রলীগের সভাপতি কাজী মঞ্জুর, মহানগর ছাত্রলীগের সাবেক সহ সভাপতি হুমায়ুন কবির বাপ্পি, ৪৭নং ওয়ার্ড ছাত্রলীগের সভাপতি সাখাওয়াত হোসেন সুজন, টঙ্গী পশ্চিম থানা যুবলীগ নেতা আক্তার সরকার প্রমূখ।
এসময় ৪৬ নং ওয়ার্ড আওয়ামীলীগের সদস্য সচিব
মোঃ আহসান উল্লাহ বলেন, যার রক্তে দিয়ে দেশ স্বাধীন করে বাঙালি জাতিকে দিয়ে গেছেন একটি স্বাধীন বাংলাদেশ, আর আজ সেই জাতির জনক শেখ মুজিবুর রহমানকে নিয়ে কটুক্তি মন্তব্য করেছেন গাজীপুর মহানগর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও গাজীপুর সিটি কর্পোরেশন এর মেয়র জাহাঙ্গীর আলম। তাই আজ জাহাঙ্গীর আলমের এই কটুক্তি মন্তব্য আমরা মানতে পারিনা আর মানতে পারবোও না। তাই যতদিন পর্যন্ত মেয়র জাহাঙ্গীর আলম কে দল থেকে বহিষ্কার না করা হবে ততদিন পর্যন্ত আমাদের এই আন্দোলন চলবেই চলবে।
Leave a Reply