আব্দুল খালেক সুমন:
টঙ্গীতে ১৫ আগস্ট জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ৪৬তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকেলে টঙ্গীর দত্তপাড়া হাউজ বিল্ডিং নীলাচল রোডে ৪৮ নং ওয়ার্ড আওয়ামী লীগ ও সহযোগি সংগঠনের উদ্যোগে এ আলোচনা সভা আয়োজন করা হয় ।
উক্ত আলোচনা সভায় ৪৮নং ওয়ার্ড আওয়ামী লীগের আহ্বায়ক মোঃ শাহজাহান মিয়ার সভাপতিত্বে সদস্য সচিব ফয়েজ আহম্মেদ মিন্টুর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বাংলাদেশ সরকারের মাননীয় যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আলহাজ্ব মোঃ জাহিদ আহসান রাসেল এমপি। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সংরক্ষিত মহিলা আসনের এমপি বেগম শামসুন্নাহার ভূঁইয়া,গাজীপুর সিটি কর্পোরেশন মাননীয় মেয়র এডভোকেট মোঃ জাহাঙ্গীর আলম, গাজীপুর মহানগর আওয়ামী লীগের সহ সভাপতি ওসমান আলী, সাংগঠনিক সম্পাদক কাজী ইলিয়াস আহমেদ, স্বাস্থ্য ও জনকল্যাণ বিষয় সম্পাদক জাকির হাসান খোকন, বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সম্মানিত সদস্য ও গাজীপুর সিটি কর্পোরেশন ৪৬নং ওয়ার্ড কাউন্সিলর মোঃ নূরুল ইসলাম নূরু। আরো উপস্থিত ছিলেন, টঙ্গী থানা যুবলীগের সভাপতি এম এ সাত্তার মোল্লা, টঙ্গী থানা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মোশিউর রহমান সরকার বাবু, টঙ্গী সরকারি বিশ্ববিদ্যালয় কলেজ শাখা ছাত্রলীগের সভাপতি কাজী মনজু, ৪৮ নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক লীগের সভাপতি সাইদুল হক প্রধান লিটন, মহানগর যুবলীগের নেতা মোঃ আরিফুর রহমান পলাশ প্রমুখ। আলোচনা সভা ও দোয়া মাহফিল শেষে সকলের মাঝে তোবারক বিতরণ করা হয়।
Leave a Reply