গৌরনদী প্রতিনিধি
বরিশালের গৌরনদী উপজেলার টরকী বন্দরে দূধর্ষ ডাকাতির ঘটনায় জড়িত থাকায় নরসিংদী
থেকে পুলিশ শুক্রবার রাতে ডাকাতিতে জড়িত আন্তঃ জেলা ডাকাত দলের নয় সদস্যকে গ্রেপ্তার
করেছে। গ্রেপ্তারকৃত ৯ ডাকাততে গৌরনদী থানায় আনার জন্য পুলিশের একটি দল শনিবার
নরসিংদী পৌছেছে।
গৌরনদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আফজাল হোসেন জানান, নরসিংদী
জেলা সদরের একটি এলাকায় ডাকাতির প্রস্তুতি নিচ্ছেল আন্তঃজেলা ডাকাত দলের সদস্যরা।
গোপন সংবাদের ভিত্তিতে নরসিংদী জেলা গোয়েন্দা পুলিশের একটি দল শুক্রবার রাতে অভিযান
চালিয়ে ৯ ডাকাতকে গ্রেপ্তার করেছে। গোয়েন্দা পুলিশের জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃত
ডাকাতরা বরিশালের গৌরনদী উপজেলার টরকী বন্দরে ডাকাতির কথা স্বীকার করে। গ্রেপ্তারকৃত
ডাকাতরা হল, শরীয়তপুর জাজিরা উপজেলায় কুন্ডের চর গ্রামের মোহাম্মদ দেওয়ানের পুত্র
আনোয়ার হোসেন (৪০), মাদারীপুর জেলা সদরের বলাইর চর গ্রামের মোতালেব খার পুত্র কামাল খা
(৩৯), শরীয়তপুর জাজিরা উপজেলার খলিফাকান্দি গ্রামের সিরাজ খলিফার পুত্র দেলোয়ার খলিফা
(৩৬), মাদারীপুরে কালকিনি নতুর চর গ্রামের নুরল ইসলাম হাওলাদারের পুত্র খালেক হাওলাদার (৩৭),
বরিশালের বানরীপাড়া উপজেলার ব্রাক্ষমকাঠি গ্রামের হারুন গাজীর পুত্র মিরাজ গাজী (৩৮),
মাদারীপুর সদরের বলাইচর গ্রামের মান্নান হাওলাদারের পুত্র খবির হাওলাদার (৪০), টাঙ্গাইল জেলার
মির্জাপুর উপজেলার বন্দকাউলজানি গ্রামের মালেক মিয়ার পুত্র আব্দুর রহিম মিয়া (৩১),
নারায়নগঞ্জ জেলার আড়াইহাজার উপজেলার লক্ষিপুর গ্রামের আব্দুল করিমের পুত্র কবির হোসেন
(৩৮) ও একই উপজেলার ঝাউকান্দি গ্রামের শামছু মিয়ার পুত্র আব্দুর রহিম (৩৯)। তিনি বলেন
(ওসি) গ্রেপ্তারকৃত ৯ ডাকাতকে গৌরনদীতে নিয়ে আসতে পুলিশের একটি দল
শনিবারনরসিংদী পৌছেছে। এদের রোববার গৌরনদী থানায় এনে প্রাথমিক জিজ্ঞাসাবাদ করার
পরে আদালতে সোপর্দ করে রিমান্ড চাওয়া হবে। এর আগে গৌরনদী থানা পুলিশ ৬ ডাকাতকে
গ্রেপ্তার করেছে।
Leave a Reply