নিউজ ডেস্কঃ অস্ট্রেলিয়ার বিপক্ষে দুই ম্যাচ হাতে রেখেই প্রথমবারের মতো সিরিজ জিতেছে বাংলাদেশ। সিরিজের তৃতীয় টি-টোয়েন্টিতে অস্ট্রেলিয়াকে ১০ রানে হারিয়ে সিরিজ নিশ্চিত করেছে টাইগাররা। এই ম্যাচে উইকেট না পেলেও বল হাতে দুর্দান্ত ছিলেন মোস্তাফিজুর। টাইগার বোলারদের বিগ ব্যাশ খেলার সুযোগ দেখছেন অজি ক্রীড়া সাংবাদিক ম্যালকম কন।
বাংলাদেশের অনেক খেলোয়াড় বিভিন্ন লিগে খেললেও দেশের হয়ে বিগ ব্যাশ খেলেন একমাত্র সাকিব আল হাসান। অন্যদিকে কাটার মাস্টার মোস্তাফিজ ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) খেললেও এখনও বিগ ব্যাশে সুযোগ পাওয়া হয়নি।
বাংলাদেশ থেকে সাকিব ছাড়া আর কেউ বিগ ব্যাশ না খেললেও ম্যাথু ওয়েড, জস ফিলিপে, মিচেল স্টার্ক, ন্যাথান এলিসরা বিগ ব্যাশের নিয়মিত তারকা ক্রিকেটারদের সাথে অস্ট্রেলিয়ার বিপক্ষে ৩ টি টি-টোয়েন্টিতে দারুন খেলছেন টাইগার বোলাররা। মোস্তাফিজুর সিরিজের তৃতীয় টি-টোয়েন্টিতে উইকেট শিকার করতে না পারলেও দারুন খেলায় প্রশংসা করেছেন টাইগার অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ।
অজিদের বিপক্ষে টাইগার বোলাররা যেভাবে আগুন বল করে সিরিজ জয় করেছে এতে মোস্তাফিজদের বিগ ব্যাশে খেলার সুযোগ দেখছেন অস্ট্রেলিয়ার ক্রীড়া সাংবাদিক ম্যালকম কন।
ম্যালকম কন সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে লিখেছেন, ‘গত দুইদিন বিগব্যাশের সেরাদের মোকাবেলা করার পর বাংলাদেশের বেশ কয়েকজন বোলার বিগব্যাশে চুক্তি পেতে পারে।’
Leave a Reply