মোজাম্মেল হক লিটন, নোয়াখালী প্রতিনিধি: টানটান উত্তেজনায় নোয়াখালী জেলার চাটখিল উপজেলার সাহাপুর বহুমুখী উচ্চ বিদ্যালয়ের মাঠে এক প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়। গতকাল বৃহস্পতিবার বিকাল ৪.৩০ মিনিটে অনুষ্ঠিত খেলায় সাহাপুর ভাই ভাই ক্লাব ও সমাজকল্যাণ পরিষদের উদ্যোগে চির প্রতিদ্বন্দ্বী সাহাপুর সিনিয়র ফুটবল একাদশ ও জুনিয়র একাদশের মধ্যে খেলাটি অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা যুব ও ক্রিড়া কর্মকর্তা ফয়েজ আহমেদ, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ মানবাধিকার কমিশন ও জাতীয় সাংবাদিক কল্যাণ ফাউন্ডেশন নোয়াখালী জেলা সভাপতি সাংবাদিক মোঃ গোলাম সারোয়ার জুয়েল, সাহাপুর বহুমুখী উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক বিপুল কুমার দে, আবদুর রাজ্জাক মুরাদ প্রমুখ। খেলা পরিচালনা করেন মোঃ হাবিবুর রহমান। সাহাপুর সিনিয়র একাদশের টিম ম্যানেজার ছিলেন মোঃ পারভেজ সাহাপুর জুনিয়র একাদশের টিম ম্যানেজার ছিলেন মোঃ সুমন। উক্ত খেলায় সাহাপুর জুনিয়র একাদশ ৩-০ গোল ব্যবধানে সাহাপুর সিনিয়র একাদশকে পরাজিত করে।
Leave a Reply