নেকনাফ প্রতিনিধিঃ ১৬জুলাই শুক্রবার ৫,০০০ পিস ইয়াবা সহ চট্টগ্রাম জেলা কার্যালয় কর্তৃক টেকনাফে পটিয়া ও লোহাগাড়া’য় গ্রেফতার ০২ জন মিয়ানমার নাগরিক (রোহিঙ্গা) ও ০২ জন টেকনাফের মাদক পাচারকারী, মামলা দায়েরঃ
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয়, চট্টগ্রাম এর উপপরিচালক জনাব Humayun Kabir Khondakar এর সার্বিক তত্ত্বাবধানে এবং পরিদর্শক জনাব সাইফুল ইসলাম এর নেতৃত্বে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয়, চট্টগ্রাম (খ-সার্কেল, পটিয়া) এর একটি টিম গোপন সংবাদের ভিত্তিতে লোহাগাড়া থানাধীন চুনতি রেন্জ বন কর্মকর্তা এর অফিসের সামনে ০১ জন টেকনাফের মাদক পাচারকারী এবং পটিয়া থানাধীন মোজাফরাবাদ মেসার্স নজরুল এন্ড কোম্পানি ফিলিং স্টেশন এর সামনে থেকে ০১ জন টেকনাফের ও ০২ জন মিয়ানমার রোহিঙ্গা নাগরিককে চট্টগ্রাম মেট্রোতে পাচারকালে ৫,০০০ (পাঁচ হাজার) পিস ইয়াবা সহ গ্রেফতার করা হয়। তাদের বিরুদ্ধে লোহাগাড়া থানায় ০১ টি ও পটিয়া থানা’য় ০২ টি মাদক মামলা দায়ের করা হয়। তারা ইতোপূর্বেও ইয়াবা পাচার করেছে বলে প্রাথমিকভাবে স্বীকার করে।
আসামী-(১) শামশুল আলম (৪৭), পিতাঃ মৃত লাল মোহাম্মদ, মাতাঃ মাবিয়া খাতুন, সাংঃ হোয়াইক্যং, উত্তর পাড়া, ওয়ার্ড নং-০২, হোয়াইক্যং ইউনিয়ন পরিষদ, থানাঃ টেকনাফ, জেলাঃ কক্সবাজার। তাকে ১,৫০০ পিস ইয়াবাসহ লোহাগাড়া থানাধীন চুনতি রেন্জ বন কর্মকর্তা এর অফিসের সামনে থেকে গ্রেফতার করে লোহাগাড়া থানায় মামলা দায়ের করা হয়।
আসামী-(২) মোঃ আরাফাত (২০), পিতাঃ জায়েদ হোসেন, মাতাঃ জরিনা বেগম, সাংঃ পশ্চিম সিকদার পাড়া, মইন্যারজুম, ওয়ার্ড নং-০৫, হ্নীলা ইউনিয়ন পরিষদ, থানাঃ টেকনাফ, জেলাঃ কক্সবাজার। তাকে পটিয়া থানাধীন মোজাফরাবাদ মেসার্স নজরুল এন্ড কোম্পানি ফিলিং স্টেশন এর সামনে থেকে ১,০০০ পিস ইয়াবাসহ সকাল প্রায় ০৯ঃ১৫ ঘটিকায় গ্রেফতার করে পটিয়া থানায় মামলা দায়ের করা হয়।
আসামী (৩) মোঃ রফিক (২৬), পিতাঃ শফিক কামাল, মাতাঃ রশিদা খাতুন, সাংঃ কুতুপালং রোহিঙ্গা শরণার্থী ক্যাম্প, ব্লক নং -ই, শেড নং-৩৪, হেড মাঝিঃ আব্দুল গনি, সাইড মাঝিঃ কামাল হাজী, থানাঃ উখিয়া, জেলাঃ কক্সবাজার এবং আসামী (৪) সৈয়দ আলম (৩৫), পিতাঃ মৃত মোঃ সিদ্দিক, মাতাঃ মৃত মালিকা খাতুন, সাংঃ জামতলী রোহিঙ্গা শরণার্থী ক্যাম্প-১৫, ব্লক -এফ/১৫, শেড নং-১৮৬২, হেড মাঝিঃ সফিক, সাইড মাঝিঃ মোঃ সালাম, থানাঃ উখিয়া, জেলাঃ কক্সবাজার। তাদের পটিয়া থানাধীন মোজাফরাবাদ মেসার্স নজরুল এন্ড কোম্পানি ফিলিং স্টেশন এর সামনে থেকে ২,৫০০ পিস ইয়াবাসহ সকাল প্রায় ০৮ঃ৩০ ঘটিকায় গ্রেফতার করে পটিয়া থানায় মামলা দায়ের করা হয়।
Leave a Reply