ঠাকুরগাঁও প্রতিনিধিঃ
ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে ইসাহাক আলী (২৮) নামের এক ব্যবসায়ীর গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ।মঙ্গলবার (২০ জুলাই) ভোরে উপজেলার জাবরহাট ইউনিয়নের করনাই এলাকা থেকে তার মরদেহটি উদ্ধার করা হয়। নিহত ইসাহাক আলী ওই ইউনিয়নের করনাই পশ্চিমপাড়া গ্রামের মৃত শামসুল হকের ছেলে। তিনি মোবাইল ভিত্তিক ব্যংকিং সেবা বিকাশ এর এজেন্ট ছিলেন।জানা যায়, সোমবার রাতে প্রতিদিনের মত জাবরহাট বাজারের ভাই ভাই ফটোস্ট্যাট, কম্পিউটার অ্যান্ড কসমেটিকসের সত্ত্বাধিকারী ইসাহাক আলী ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ করে মোটরসাইকেলযোগে বাড়িতে ফিরছিলেন। বাড়ির কাছাকাছি পৌঁছালে কয়েকজন দুর্বৃত্ত তার গতিরোধ করে চোখে মরিচের গুড়া ছিঁটিয়ে দেন। পরে তাকে জবাই করে হত্যার পর টাকার ব্যাগ ও মোবাইল ফোন নিয়ে যায় বলে ধারণা করা হচ্ছে।পীরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রদীপ কুমার রায় বলেন, ‘মরদেহ উদ্ধার করা হয়েছে। হত্যার কারণ জানতে পুলিশ অনুসন্ধান চালিয়ে যাচ্ছে।
Leave a Reply