ঠাকুরগাঁও প্রতিনিধিঃ১৫ আগস্ট জাতীয় শোক দিবস উপলক্ষে ঠাকুরগাঁওয়ে অস্বচ্ছল পরিবারের মাঝে নেসকোর শুভেচ্ছা উপহার বিতরণ করা হয়েছে।
বুধবার (১১ আগস্ট) স্বাস্থ্যবিধি মেনে বিক্রয় ও বিতরণ বিভাগ নেসকো লি. ঠাকুরগাঁও দপ্তরের আয়োজনে ৮৩ জন দরিদ্র ও অসহায় পরিবারের মাঝে এসব খাদ্যসামগ্রী বিতরণ করা হয়।
এসব উপহার সামগ্রীর মধ্যে ছিল- চাল, ডাল, আটা, তেল, পেঁয়াজ, মরিচ, সাবান।
উপহার সামগ্রী বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ গোলাম ছরোয়ার, সহকারী প্রকৌশলী মামুনুর রশিদ, সহকারী প্রকৌশলী বদিউল ইসলাম, উপ সহকারী প্রকৌশলী ছাদেকুল ইসলাম, উপ সহকারী প্রকৌশলী রশিদুল ইসলাম, উপ সহকারী প্রকৌশলী রাফিউল ইসলাম, উপ সহকারী প্রকৌশলী বেলায়েত হোসেনসহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক বৃন্দ।
অস্বচ্ছল পরিবারের সাধারন মানুষেরা জানিয়েছেন এই মহামারী করোনা কালীন সময়ে আমরা কোথাও কোন কাজ কাম করতে পারিনা কেউ আমাদেরকে কাজেও নেয়না আমরা কিভাবে দিন পার করছি আমরাই জানি । আজ আমরা এই নেসকো অফিস থেকে মানসম্মত খাদ্য পেয়েছি এটা পেয়ে আমরা অনেক খুশি এবং আমরা এই অফিস কর্তৃপক্ষকে ধন্যবাদ জানাই।
Leave a Reply