ঠাকুরগাঁও প্রতিনিধিঃ ঠাকুরগাঁওয়ে গত ২৪ ঘন্টায় নতুন আরো ৬ জনসহ এ পর্যন্ত ১৪৬ জন করোনায় মৃত্যু হয়েছে। আর নতুন ২৭ জন সহ জেলায় মোট সনাক্ত হয়েছে ৫৩১৭ জন। বৃহস্পতিবার ২২ জুলাই সকালে জেলা সিভিল সার্জন দপ্তর থেকে দেওয়া এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, ২৪ ঘণ্টায় জেলায় ৮৮ টি নমুনা পরীক্ষার ফলাফলে২৭ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। মৃত্যু হয়েছে ৬ জনের।মৃতরা সদর উপজেলার বসিন্দা যাদের বয়স ৪৫,৬০,৬০,৬৫,৭৫,৮৫ বছর বয়সী।এ ছাড়াও গত চব্বিশ ঘন্টায় সুস্থ হয়েছেন ৩০ জন সহ,জেলায় মোট সুস্থ ৩৭৫০ জন।ঠাকুরগাঁও জেলা সিভিল সার্জন ডা. মাহফুজার রহমান সরকার করোনাভাইরাসের সংক্রমণ রোধে সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানিয়েছেন।
Leave a Reply