গৌতম বর্মন, ঠাকুরগাঁওঃঠাকুরগাঁওয়ে করোনাভাইরাসে সংক্রমিত হয়ে বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিন নারীসহ ৪ জনের মৃত্যু হয়েছে। নতুন করে ভাইরাসটিতে আক্রান্ত হয়েছেন আরও ২০ জন।এ নিয়ে জেলায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো ২০৮ জনে। একই সময়ে করোনায় নতুন করে আক্রান্ত হয়েছেন আরও ২০ জন।শনিবার (১৪ আগস্ট) সকালে জেলা সিভিল সার্জন দপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ২৪ ঘণ্টায় জেলায় ৪৮ টি নমুনা পরীক্ষার ফলাফলে ২০ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। একই সময়ে জেলায় ৪ জনের মৃত্যু হয়েছে। মৃতরা সদর উপজেলা ৩ জন ও পীরগঞ্জ উপজেলার এক জন।তাদের বয়স ২৫ হতে ৬৫ বছর বয়সীর মধ্যে। ঠাকুরগাঁও জেলা সিভিল সার্জন ডা. মাহফুজার রহমান সরকার সবাইকে সরকারি নির্দেশনাবলী ও স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানিয়েছেন।উল্লেখ্য,এখন পর্যন্ত জেলায় শনাক্ত ৬ হাজার ৭৩৮ জন,৫হাজার ৩৩৬ জন ও মৃত্যু ২০৮ জন।
Leave a Reply