গৌতম চন্দ্র বর্মন, ঠাকুরগাঁওঃঠাকুরগাঁওয়ে ৩ ঘণ্টার ব্যবধানে বাবা ও ছেলের মৃত্যু হয়েছে।
শুক্রবার (১৩ আগস্ট) সদর উপজেলার রায়পুর ইউনিয়নের ভেলাজান (শিহিপুর) এলাকায় এ ঘটনাটি ঘটেছে।
জানা যায়, শুক্রবার বিকেলে আনুমানিক সাড়ে ৫টার দিকে ছেলে আইনুল হক (৩২) হঠাৎ বুকের ব্যথা অনুভব করলে চিকিৎসকের কাছে নিয়ে যাওয়ার পথে তিনি মারা যান।
অপরদিকে ছেলের মৃত্যুর খবর শুনে শোক সামলাতে না পেরে পিতা আবুল হোসেন (৭৫) রাতে সাড়ে ৮টার দিকে মারা যান।
পরিবারের সদস্যরা জানায়, দীর্ঘ দিন ধরে তিনি প্যারালাইসড হয়ে বিছানায় পড়েছিলেন।
পিতা-পুত্রের এই মৃত্যুর ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন স্থানীয় ইউপি চেয়ারম্যান নুরুল ইসলাম।
Leave a Reply