গৌতম চন্দ্র বর্মন, ঠাকুরগাঁও:ঠাকুরগাঁওয়ে গাজা সেবনরত অবস্থায় মো. নুর হোসেন নামে এক যুবককে আটক করে ১ মাস বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেছেন ভ্রাম্যমাণ আদালত।বৃহষ্পতিবার (২ সেপ্টেম্বর) গোপন সংবাদের ভিত্তিতে পৌরসভার রোড প্রেস ক্লাবের পাকা রাস্তায় অভিযান চালিয়ে থেকে গাজা সেবনরত অবস্থায় তাকে আটক করে এই সাজা প্রদান করেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আব্দুল্লাহ আল মামুন।
দণ্ডপ্রাপ্ত যুবক মো. নুর হোসেন
সদর উপজেলার রোড হরিহরপুর নিবাসীর মোঃইউসুফ মোল্যার ছেলে ।
ইউএনও আব্দুল্লাহ আল মামুন জানান, ভ্রাম্যমাণ আদালত পরিচালনার সময় ওই যুবককে আটক করে জিজ্ঞাসাবাদ করা হয়। গাজা সেবন করেছে মর্মে স্বীকার করলে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করে জেলে পাঠানো হয়েছে।এ সময় সদর থানা পুলিশ ফোর্স উপস্থিত ছিলেন। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানান দেন ইউএনও।
Leave a Reply