ঠাকুরগাঁও প্রতিনিধিঃঠাকুরগাঁওয়ে ইউনিয়ন আ’লীগের সভাপতির নির্দেশে ব্যবসায়ীদের কাছে চাঁদা দাবির অভিযোগ উঠেছে স্থানীয় কিছু সন্ত্রাসীদের বিরুদ্ধে। চাঁদা দিতে অস্বীকার করায় স্থানীয় ব্যবসায়ীদের উপড় দফায় দফায় হামলা চালিয়ে দোকানপাট ভাংচুর করে সন্ত্রাসীরা। এ ঘটনায় আহত হয়েছে বেশ কয়েকজন। গতকাল রবিবার ১ আগষ্ট রাতে সদর উপজেলার শিবগঞ্জ বাজারে এ ঘটনা ঘটে। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে।স্থানীয় ব্যবসায়ীরা জানান, দীর্ঘ দিন ধরে শিবগঞ্জ বাজারে বিভিন্ন ধরনের দোকানপাটে ব্যবসা পরিচালনা করে আসছে। বেশ কয়েকদিন ধরে জামালপুর ইউনিয়ন আ’লীগের সভাপতি এসএম ইমদাদুল ইসলামের নির্দেশে ব্যবসায়ীদের কাছে চাঁদা করে আসছে স্থানীয় সন্ত্রাসীরা।ব্যবসায়ীরা চাঁদা দিতে অস্বীকার করলে গতকাল রাতে দোকানপাটে হামলা চালালে ব্যবসায়ীদের সাথে দফায় দফায় সংর্ঘষ হয়। পরে অতিরিক্ত পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আসে। এ ঘটনায় বেশ কয়েকজন আহত হলে ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালে ভর্তি করা হয়। হামলা ও দোকান ভাংচুরের ঘটনায় নির্দেশদাতাসহ দোষিদের বিচার ও ক্ষতিপুরনের দাবি করেন ব্যবসায়ীরা ।এ ঘটনার সাথে জামালপুর ইউনিয়ন আ’লীগের সভাপতি এসএম ইমদাদুল ইসলাম জড়িত থাকার কথা স্বীকার করে ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি রাশেদ খান মিলনসহ সরকারদলীয় অনেকে বলেন, একজন ইউনিয়নের নেতা কিভাবে ব্যবসায়ীদের কাছে চাঁদা তোলার নির্দেশ দেন। আমরা এর প্রতিবাদ জানাই সেই সাথে তার কর্মকান্ডের জন্য সাংগঠনিক ব্যবস্থা নিতে জেলার নেতাদের প্রতি অনুরোধ করছি। অভিযোগের সত্যতা জানতে বেশ কয়েকবার ইউনিয়ন আ’লীগের সভাপতির সাথে যোগাযোগ করা হলে তিনি ফোন ধরেন নি।এ বিষয়ে সদর থানার ওসি তানভিরুল ইসলাম জানান, সংঘর্ষের ঘটনার খবর পাওয়ার পর সেখানে অতিরিক্ত পুলিশ পাঠিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনা হয়। এ বিষয়ে এখনো কেউ অভিযোগ করেনি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনি ব্যবস্থা নেয়া হবে।
Leave a Reply