গৌতম চন্দ্র বর্মন, ঠাকুরগাঁওঃ ঠাকুরগাঁও সদর উপজেলায় লেভেল ক্রসিংয়ে ট্রেনের ধাক্কায় আটকা পড়া একটি ট্রাক্টর দ্বিখণ্ডিত হয়েছে। তবে এ ঘটনায় কেউ হতাহত হয়নি।সোমবার (১৯ জুলাই) সকালে উপজেলার চিলারং ইউনিয়নের আখানগর লেভেল ক্রসিংয়ে এ দুর্ঘটনা ঘটে। জানা যায়, সকালে ঢাকা থেকে ছেড়ে আসা পঞ্চগড় এক্সপ্রেস ট্রেনটি পঞ্চগড়ের উদ্দেশে যাচ্ছিল। পথে একটি বালুভর্তি মাহিন্দ্র ট্রাক্টর আখানগর লেভেল ক্রসিংয়ের উপর উঠলে এর চাকা আটকে যায়। এ সময় পঞ্চগড় এক্সপ্রেস ট্রেনটি ওই ট্রাক্টরকে ধাক্কা দেয়।এতে ট্রাক্টরটি দ্বিখণ্ডিত হয়ে যায় এবং দ্বিখণ্ডিত অংশগুলো রেললাইনের দুই পাশে পড়ে থাকে। এছাড়া এ ঘটনায় ট্রেনেরও সামান্য ক্ষতি হয়েছে। দুর্ঘটনার ১০ মিনিট পর ট্রেনটি গন্তব্যস্থলের দিকে আবার রওনা দেয়। ঠাকুরগাঁও সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তানভিরুল ইসলাম এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
Leave a Reply