ঠাকুরগাঁও প্রতিনিধিঃ
ঠাকুরগাঁওয়ে লিলি চক্রবর্তী ওরফে শান্তনা (৪০) নামের এক নারীর মরদেহ উদ্ধার করা হয়। বৃহস্পতিবার সকালে পৌরসভার শহীদ মোহাম্মদ আলী সড়কের বাটা শোরুমের পার্শ্ববর্তী একটি সরু গলি থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ। শান্তনা ঐ এলাকার সমীর চক্রবর্তীর স্ত্রী। সমীর পাশ্ববর্তী লোটো শো রুমের মালিক।
পুলিশ ৯৯৯ নম্বরে কল পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হয়। ঘটনাস্থলে তথ্য সংগ্রহের জন্য বিভিন্ন গোয়েন্দা সংস্থার সদস্যরাও উপস্থিত হন সেখানে।
ঠাকুরগাঁও সদর থানার অফিসার ইনচার্জ (তদন্ত) আতিকুল ইসলাম আতিক, ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ঐ নারীর লাশ উদ্ধার করে মর্গে প্রেরন করা হয়েছে। তদন্ত সাপেক্ষে তার মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।
অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) সুলতানা রাজিয়া জানান, ঘটনা জানার পরপরই পুলিশ লাশ উদ্ধার করে যাবতীয় আলামত জব্দ করে মরদেহ মর্গে প্রেরন করে। ঐ নারীর মোবাইলফোন জব্দ করা হয়েছে। পুলিশের পাশাপাশি অন্যান্য গোয়েন্দা সংস্থার পক্ষ থেকে তদন্ত চলছে।
Leave a Reply