ঠাকুরগাঁও প্রতিনিধি:ঠাকুরগাঁওয়ের রুহিয়ায় প্রেমিকার বাড়ীতে অবৈধ মেলামেশার সময়ে এলাকাবাসি প্রেমিক প্রেমিকা উভয়কে আটক করেছেন। ঘটনাটি ১৬জুলাই শুক্রবার রাত সাড়ে ১১টায় ঘটেছে। জানাগেছে, রুহিয়া থানাধীন ১নং রুহিয়া ইউনিয়নের মধুপুর গ্রামের নবীর আলীর স্ত্রী (২৭) প্রেমের সম্পর্কের জেরে প্রেমিক মধুপুর ধুমেরহাট গ্রামের সওকত আলীর ছেলে জুয়েল রানা (৪২) কে বাড়ীতে ডেকে নেয়। এসময় নবীর বাসায় ছিলনা। স্বামীর অনুপস্থিতির সুযোগে নবীরের স্ত্রী তার প্রেমিক কে নিয়ে ফুর্তিতে মেতে উঠে। এমতাবস্তায় এলাকাবাসি টের পেয়ে উক্ত প্রেমিক
প্রেমিকাকে হাতে নাতে ধরে ফেলে। প্রেমিকা জানায়, জুয়েল এর সাথে ৪৫ দিন ধরে আমার সম্পর্ক চলছে। এর মধ্যে কয়েক বার মেলামেশাও হয়েছে। প্রেমিক জুয়েল জানায় নবীর এর স্ত্রী আমাকে প্রায় ডেকে নেয়। ইতোপূর্বে আমি ৬/৭ বার কাজ করলেও এবারেই প্রথম ধরা খেলাম। খবরটি শুনে প্রেমিকার বাবা আখানগর ভেলারহাট গ্রামের ছলেমান আলী মেয়ের বাড়ীতে এসে উপস্থিত হন। এদিকে নবীর এর পরিবার জানায়, যেহেতু হাতে নাতে উভয়কে ধরা হয়েছে সেহেতু এই মহিলাকে আমরা রাখবনা। তার অভিভাবক যেহেতু এসেছে সেহেতু বিষয়টি সমাধান করে নিয়ে যাক। এ রিপোর্ট লেখা পর্যন্ত ইউপি সদস্য ইউসুফ আলী ও মজিবর রহমানের উপস্থিতিতে ঘটনাটি মিমাংসার চেষ্টা চলছিল। এ বিষয়ে রুহিয়া ইউপি
চেয়ারম্যান মনিরুল হক বাবু জানান, মধুপুরের ঘটনাটি মিমংসার চেষ্টা চলছে।
ঘটনাটি এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি করেছে।
Leave a Reply