ঠাকুরগাঁও প্রতিনিধিঃঠাকুরগাঁওয়ের সীমান্তবর্তী উপজেলা হরিপুরে ১৯ বোতল ফেন্সিডিলসহ মো. আসরাফ (২৬) নামে এক মাদক কারবারীকে আটক করেছে ডিবি পুলিশ।
মঙ্গলবার (১০ আগস্ট) দিবাগত রাতে সীমান্তবর্তী উপজেলার ভাতুরিয়া ইউনিয়নের দিলগাও গ্রামে অভিযান চালিয়ে তাকে আটক করে ডিবি পুলিশের একটি চৌকষ টিম।
ফেন্সিডিলসহ মাদক কারবারী আটকের বিষয়টি নিশ্চিত করেছেন ডিবি পুলিশের ওসি মো. মোসাব্বেরুল হক।
ডিবি পুলিশের উপ পরিদর্শক এস আই নবিউল ইসলাম বলেন, ‘করোনা মহামারীর মধ্যেও মাদক ব্যবসায়ীরা গোপনে তাদের কার্যকলাপ চালিয়ে যাচ্ছে এমন খবর পেয়ে জেলার মাদকপ্রবণ এলাকাগুলোতে নজরদারি বাড়ায় ডিবি পুলিশ এরই পরিপ্রেক্ষিতে মঙ্গলবার গোপন সংবাদে অবগত হয়ে সীমান্তবর্তী উপজেলা হরিপুরে মাদকবিরোধী এক অভিযান পরিচালনা করা হয়।
অভিযানকালে উপজেলার ৬নং ভাতুরিয়া ইউনিয়নে দিলগাও গ্রামে ১৯ বোতল ফেনসিডিলসহ আসরাফ নামে মাদক ব্যবসায়ীকে আটক করা হয়। আটক মাদক কারবারীর বিরুদ্ধে ডিবি পুলিশ বাদী হয়ে হরিপুর থানায় মাদক আইনে মামলা দায়ের করেছেন বলে তিনি জানান।
Leave a Reply