গৌতম চন্দ্র বর্মন, ঠাকুরগাঁওঃঠাকুরগাঁওয়ে সড়ক দুর্ঘটনায় জিতেন্দ্র নাথ সেন (৫৩) নামে একজনের মৃত্যু হয়েছে। বুধবার (১৫ সেপ্টেম্বর) সদর উপজেলার রুহিয়ার ১৪নং রাজাগাঁও ইউনিয়নের সরকারপড়া এলাকায় এ ঘটনাটি ঘটে।
এ ঘটনার সত্যতা নিশ্চিত করেন রুহিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) চিত্ত রঞ্জন রায়।মৃত জিতেন্দ্র নাথ সেন ওই এলাকার মৃত নয়ন শুখ সেনের ছেলে।জানা যায়, বুধবার বিকেলে মোটরসাইকেল চালানো শিখতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে পড়ে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
Leave a Reply