ঠাকুরগাঁও প্রতিনিধিঃঠাকুরগাঁওয়ে মহামারি করোনাভাইরাসে আক্রান্ত হয়ে বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আরও তিনজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে জেলায় মৃতের সংখ্যা দাঁড়ালো ১৮৫ জনে। একই সময়ে করোনায় নতুন করে আক্রান্ত হয়েছেন আরও ৫৯ জন।আজ বুধবার (৪ আগস্ট) সকালে জেলা সিভিল সার্জন দপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ২৪ ঘণ্টায় জেলায় ২১৭ টি নমুনা পরীক্ষার ফলাফলে ৫৯ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে।একই সময়ে তিন জনের মৃত্যু হয়েছে। মৃতরা সদর উপজেলার বাসিন্দা ছিলেন। তাদের বয়স ৩৬ ও ১০৬ বয়সী দুজন মহিলা এবং ৯৫ বয়সী একজন পুরুষ। ঠাকুরগাঁও জেলা সিভিল সার্জন ডা. মাহফুজার রহমান সরকার সবাইকে সরকারি নির্দেশনাবলী ও স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানিয়েছেন।উল্লেখ্য, ঠাকুরগাঁওয়ে এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন ছয় হাজার ৩০২ জন। এর মধ্যে সুস্থ হয়েছেন চার হাজার ৮২৫ জন। আর মৃত্যুবরণ করেছেন ১৮৫ জন।
Leave a Reply