দুলাল ঠাকুরগাঁও প্রতিনিধিঃ
ঠাকুরগাঁও প্রেসক্লাবে প্রয়াত ৩ সদস্যের মাগফেরাত ও করোনা ভাইরাস থেকে মুক্তি কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। ২৫জুন শুক্রবার রাতে স্বাস্থ্যবিধি মেনে প্রেসক্লা বের দ্বিতল ভবনের আধুনিক ভিআইপি হলরুমে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
প্রেস ক্লাবের আয়োজনে দোয়া মাহফিলে প্রেস ক্লাবের সভাপতি মনসুর আলীর সভাপতিত্বে বক্তব্য দেন, সদর উপজেলা নির্বাহী অফিসার আব্দুল্লাহ আল মামুন, প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক লুৎফর রহমান মিঠু, ঠাকুরগাঁও বড় জামে মসজিদের খতিব মাওলানা আলহাজ্ব খলিলুর রহমান প্রমুখ। এ সময় প্রেস ক্লাবের প্রয়াত সাংবাদিক রফিকুল ইসলাম, আনিসুল হক বাবু ও মামুন অর রশিদের আত্মার মাগফেরাত কামনা ও করোনা ভাইরাসের প্রকোপ থেকে মুক্তি কামনায় বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়। দোয়া পরিচালনা করেন বড় জামে মসজিদের খতিব মাওলানা আলহাজ্ব খলিলুর রহমান। দোয়া মাহফিলে জেলায় কর্মরত বিভিন্ন প্রিন্ট,অনলাইন ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকগণ উপস্থিত ছিলেন ।
Leave a Reply