ঠাকুরগাঁও প্রতিনিধিঃ করোনাভাইরাসের বিস্তার প্রতিরোধে ঠাকুরগাঁও সদর হাসপাতালে স্বাস্থ্য সুরক্ষা ও চিকিৎসা সামগ্রী বিতরণ করেছে ঠাকুরগাঁও চেম্বার্স অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি।
আজ রোববার (২৫ জুলাই) সিভিল সার্জন কার্যালয়ে এসব স্বাস্থ্য সুরক্ষা ও চিকিৎসা সামগ্রী প্রদান করা হয়।
করোনাভাইরাস মোকাবিলায় দেশব্যাপী স্বাস্থ্য সুরক্ষা ও চিকিৎসা সামগ্রী বিতরণ করছে ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন দি ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার্স অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (এফবিসিসিআই)। এরই অংশ হিসেবে ঠাকুরগাঁও চেম্বার্স অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির পক্ষ থেকে সিভিল সার্জন ডা. মাহফুজার রহমান সরকারের হাতে এ সকল সুরক্ষা সামগ্রী তুলে দেওয়া হয়।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ঠাকুরগাঁও চেম্বার্স অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি হাবিবুল ইসলাম বাবলু, সহ-সভাপতি মনিরুজ্জামান জুয়েল, ঠাকুরগাঁও পৌরসভার প্যানেল মেয়র-২ ও চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির পরিচালক সুদাম সরকার, মামুন অর রশিদ, সাখাওয়াত হোসেন বুলুসহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় সাংবাদিকরা।
Leave a Reply