আহম্মেদ কাওসার ইবু, পটুয়াখালী প্রতিনিধি: সদর উপজেলার ৮নং মাদারবুনিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব গ্রহণ করলেন বিপুল ভোটে নৌকা প্রতীকে বিজয়ী চেয়ারম্যান আমিনুল ইসলাম মাসুম।
শনিবার (২৫শে ডিসেম্বর ২০২১) সকালে ইউনিয়ন পরিষদ এর সামনে এক অভিষেক অনুষ্ঠান এর আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত এডভোকেট আফজাল হোসেন সাংগঠনিক সম্পাদক ( কেন্দ্রীয় কমিটি) বাংলাদেশ আওয়ামীলীগ। বিশেষ অতিথি হিসেবে ছিলেন বীর মুক্তিযোদ্ধা কাজী আলমগীর, সভাপতি আওয়ামীলীগ পটুয়াখালী জেলা, ইসমাইল হোসেন মৃধা সহ-সভাপতি আওয়ামীলীগ পটুয়াখালী জেলা, বীর মুক্তিযোদ্ধা আব্দুল মান্নান, সাধারণ সম্পাদক আওয়ামীলীগ পটুয়াখালী জেলা, এডভোকেট গোলাম সরোয়ার, উপজেলা চেয়ারম্যান, পটুয়াখালী সদর, সোহানা হোসেন মিকি, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান, পটুয়াখালী সদর, বি এম শাহজাহান পারভেজ, জোবায়দুল হক রাসেল, রাশেদুল রাশেদ, দুখু মিয়া সহ জেলা উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের রাজনৈতিক নেতৃবৃন্দ, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক সহ হাজার হাজার জনতার উপস্থিতিতে যে অনুষ্ঠান সম্পন্ন হয়।
নির্বাচিত প্রতিনিধিরা হলেন।
০১/ দুলাল গাজী
০২/ মুফতি রুহুল আমিন
০৩/ আব্দুল হাই
সংরক্ষিত: আসমা আক্তার
০৪/ মোঃ লালু
০৫/ মেজবাহ উদ্দিন লিটন
০৬/ হাবিবুর রহমান তালুকদার
সংরক্ষিত: শাহনাজ পারভীন ছবি
০৭/ মজিবর হাওলাদার
০৮/ আব্দুল খালেক
০৯/ শামিম রেজা আজিজ
সংরক্ষিত: মোসা: তানিয়া বেগম
অভিষেক অনুষ্ঠানে ইউনিয়ন পরিষদের পূর্ববর্তী চেয়ারম্যানদের আদর্শ ও দায়িত্ব হৃদয়ে ধারণ করে সকলেই তাদের প্রতি শ্রদ্ধা ও ভালোবাসা প্রকাশ করেন। ইউনিয়ন এর পূর্ববর্তী ০৬ জন চেয়ারম্যান হলেন
০১/ আবু তালেব মাদবর (১৯৬০-১৯৮৮)
২/ কেরামত আলী (১৯৮৭-১৯৯১)
৩/ মতিউর রহমান (১৯৯২-২০০১)
৪/খলিলুর রহমান (২০০২-২০১০)
৫/গাজী জয়নাল আবেদীন (২০১১-২০১৫)
৬/ মুশফিকুর রহমান (২০১৬-২০২১)
অনুষ্ঠানের সার্বিক তত্ত্বাবধান ও পর্যবেক্ষণে সঠিকভাবে দায়িত্ব পালন করেন অত্র ইউনিয়ন পরিষদ সচিব পরান কুমার দত্ত।
অনুষ্ঠানের প্রধান আকর্ষণ নবনির্বাচিত চেয়ারম্যান আমিনুল ইসলাম মাসুম বলেন আমি যে নির্বাচনী প্রতিশ্রুতি দিয়েছি তা এই দীর্ঘ পাঁচ বছরের মধ্যে সম্পন্ন করব। মাদার বুনিয়া ইউনিয়ন কে ডিজিটাল মাদারবুনিয়া ইউনিয়ন হিসেবে গড়ে তোলার লক্ষ্যে আপ্রাণ কাজ করে যাব। সাধারণ মানুষের যেকোনো “ভাতা” এর বিরুদ্ধে কোন অভিযোগ থাকবে না। সরকার কর্তৃক একজন জনগণ যা প্রাপ্য হবেন তার সবটুকুই পাবেন। আমি আপনাদের ভোটে নির্বাচিত চেয়ারম্যান, আপনাদের নিয়ে এই সকল স্থানে কাজ করে যাব ইনশাআল্লাহ।
Leave a Reply