খান আরিফুজ্জামান(নয়ন)
ডুমুরিয়া,খুলনা প্রতিনিধি
ডুমুরিয়া উপজেলার শোভনা ইউনিয়নের, কাকমারী গ্রামের প্রফেসর নুরুল ইসলাম’র লীজ ঘেরের টোংঘরে রবিন বৈদ্য (৫৫)নামের এক কর্মচারী মৎস ঘেরে বাসায় আড়ার সাঙ্গে গলায় রশি দিয়ে আত্মহত্যা করেছে পিতা অজ্ঞাত
স্থানীয় ও ডুমুরিয়া থানা পুলিশ সূত্রে জানা যায়
প্রফেসর নুরুল ইসলাম’র মৎস ঘেরে কর্মচারী হিসেবে কাজ করতেন রবিন।গতকাল ৩০জুলাই শুক্রবার সকাল সাড়ে ১১টার সময় মৎস ঘেরের আড়ার সাথে গলায় রশি দিয়ে আত্মহত্যা করেছে। মৃত্যুর আগে তিনি চিরকুটে তার দেনা পাওনার হিসাব এবং তার মৃত্যুর জন্য কেহই দায়ী নয় কথাটি লিখে যান। তবে ধারনা করা হচ্ছে পারিবারিক কলহের জের ধরে এ আত্মহত্যা করতে পারে তার বাড়ি পাইকগাছা থানার, লষ্কর গ্রামে।
ডুমুরিয়া থানা অফিসার্স ইনচার্জ ওসি মোঃ ওয়াইদুর রহমান জানান পুলিশ লাশটি সুরুতহাল রিপোর্ট তৈরি করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে প্রেরণ করেছে।
এব্যাপারে ডুমুরিয়া থানায় একটি ইউডি মামলা হয়েছে।
Leave a Reply