লিয়ন ইসলাম
তিতুমীর কলেজ প্রতিনিধিঃ
ডেঙ্গু আক্রান্ত হয়ে রাজধানীর সরকারি তিতুমীর কলেজের মাস্টার্সের শিক্ষার্থী রাকিব (২৫) মারা গেছেন। মঙ্গলবার (৭ সেপ্টেম্বর) রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
রাকিব সরকারি তিতুমীর কলেজের মাস্টার্স ২০১৭-১৮ সেশনের ব্যবস্থাপনা বিভাগের শিক্ষার্থী এবং তাঁর গ্রামের বাড়ি ময়মনসিংহে।তিনি ঢাকার খিলগাঁও এলাকায় থাকতেন।
এদিকে আগামী বৃহস্পতিবার রাকিবের মাস্টার্স ফাইনাল পরীক্ষা শুরু হবে। পরীক্ষার প্রস্তুতিও নিয়েছিলেন তিনি। কিন্তু তার আর পরীক্ষা দেওয়া হলো না। একমাত্র ছেলেকে হারিয়ে বাকরুদ্ধ রাকিবের বাবা মা।
Leave a Reply