তুহিন হোসেন কেশবপুর প্রতিনিধি যশোর
কেশবপুর উপজেলা পাঁজিয়া ইউনিয়নের ডোংগাঘাটা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা ও প্রধান শিক্ষক কুমুদ রঞ্জন মন্ডলের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে
বৃহস্পতিবার ( ৩০ জানুয়ারি ) ছিল তার শিক্ষকতা জীবনের শেষ কর্মদিবস। এদিন প্রিয় শিক্ষককে অবসরে বিদায় সংবর্ধনা দিয়েছেন আয়োজক কমিটি ও বর্তমান-প্রাক্তন শিক্ষার্থীরা। ১৯৯১ সালের শিক্ষকতা জীবন শুরু করেন কুমুদ রঞ্জন মন্ডল । শুরুথেকে শেষ কর্মদিবস পর্যন্ত শুনামের সহিত এই প্রতিষ্ঠানে শিক্ষকতা করেন তিনি। এরপর একে একে কেটে গেছে প্রায় ৩৪ বছর।
শিক্ষকতা জীবনের শেষ কর্মদিবসে সংবর্ধনা অনুষ্ঠানে তার সহকর্মীদের পাশাপাশি উপস্থিত হন বিদ্যালয়ের প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থীরা। প্রিয় শিক্ষককে অশ্রুসজল নয়নে বিদায় দেন তারা। সৃষ্টি হয় এক আবেগঘন পরিবেশের।
প্রধান শিক্ষকের হাতে তুলে দেওয়া হয় সম্মানসূচক ক্রেস্ট। মোটরসাইকেল বহরে নিজ বাড়ি পৌঁছে দেন আয়োজক কমিটি ও সহকর্মীরা।
ডোংগাঘাটা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক ও সংবর্ধনা কমিটির সভাপতি শহিদুল ইসলামের সভাপতিত্বে প্রধান শিক্ষক কুমুদ রঞ্জন মন্ডলের বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা সহকারী শিক্ষা অফিসার আনিছুর রহমান। বিদায় সংবর্ধনা কমিটির সাধারণ সম্পাদক আসাদুল ইসলাম ও উপদেষ্টা মোসলেম উদ্দিনের যৌথ সঞ্চালনায় বিশেষ অতিথির হিসেবে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানের প্রাক্তন সভাপতি সিদ্ধার্থ কুমার বসু, চিত্ত রঞ্জন গোলদার, দিলিপ দেবনাথ, নাজমা বেগম, জমিদাতা সদস্য বিমল কৃষ্ণ মন্ডল, সহকারী শিক্ষক মোয়াজ্জেম হোসেন, বিধান চন্দ্র মন্ডল, আবুল কালাম, নিখিল কুমার মন্ডল, জিয়াউর রহমান। বেলকাটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিল্লাল হোসেন, মোঃ হযরত আলী, রেজাউল ইসলাম, কেসমত আলী, হুমায়ুন কবির, হাবিবউল্লাহ, প্রমুখ , এছাড়াও উপস্থিত ছিলেন বিভিন্ন স্কুলের প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষক, অভিভাবক, ম্যানেজিং কমিটির সদস্য প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থীরা।
Leave a Reply