গত ৪ সেপ্টেম্বর রাত ৮ ঘটিকার সময় একদল সন্ত্রাসী পরিকল্পিতভাবে ঢাকা মহানগর ০৩ নং ওয়ার্ড কাউন্সিলর কার্যালয়ে হামলা চালায়।
হামলার প্রতিবাদে, উদয়ন স্কুল ও কলেজ মাঠে অদ্য এক নাগরিক সমাবেশের আয়োজন করা হয়। শহরে ব্যাটারি চালিত অটোরিকশা বন্ধে মহামান্য হাইকোর্টের রায় বাস্তবায়নের লক্ষ্যে এবং মাননীয় স্বরাষ্ট্র মন্ত্রীর নির্দেশে ঢাকা ১৬ আসনের মাননীয় সাংসদ এর নেতৃত্বে ০৩ নং ওয়ার্ড কাউন্সিলর কাজী জহিরুল ইসলাম মানিক, এলাকার সুশীল সমাজ ও সর্বস্তরের জনগণকে সাথে নিয়ে ০৪ সেপ্টেম্বর ব্যাটারিচালিত রিকশা বন্ধ করে এলাকার জনমনে স্বস্তি ফিরিয়ে আনেন।
অটোরিকশা বন্ধ করার পরেই ওই দিন রাত আনুমানিক ০৮ ঘটিকার সময় একদল এলাকার চিহ্নিত সন্ত্রাসী অটোরিকশা বন্ধে বিরোধিতা করে কাউন্সিলর কার্যালয়ে বঙ্গবন্ধুর ছবি, মাননীয় প্রধানমন্ত্রীর ছবি এমপি মহোদয়ের ছবি, কাউন্সিলর ছবিএবং আসবাবপত্র ভাঙচুর করে।
ঘটনাস্থলে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য এলে, তাদের সাথে ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে তাতে পুলিশ সদস্য আহত হয়।
সন্ত্রাসীদের মূল উদ্দেশ্য ছিল কাউন্সিলর কে আক্রমণ করে নির্বিঘ্নে এলাকায় সন্ত্রাসী, চাঁদাবাজি ও মাদকের আস্তানা গড়ে তোলা। কাজী জহিরুল ইসলাম মানিক দু বারের সফল কাউন্সিলর ।
সরকারের উন্নয়নের ছোঁয়া, কাউন্সিলর প্রতিটি ক্ষেত্রে সফলতার সাথে বাস্তবায়ন করছে । তার চিন্তা চেতনায় ০৩ নং ওয়ার্ড একটি আধুনিক ওয়ার্ডে রূপান্তরিত হতে চলছে। তাই ইর্ষাম্বিত হয়ে তারা সন্ত্রাসী হামলার অবতারণা করে।
কাউন্সিলর কার্যালয়, সরকারের একটি অংশ। কাউন্সিলর জনপ্রতিনিধি এবং প্রজাতন্ত্রের কর্মকর্তা। কাউন্সিলর কার্যালয় আঘাত করা মানে সরকারের আঘাত করা।
নাগরিক সমাবেশের মাধ্যমে বঙ্গবন্ধু পেশাজীবী ফোরাম এর সভাপতি জনাব তোফাজ্জল হোসেন এই অনাকাঙ্ক্ষিত ঘটনায় তীব্র ক্ষোভ ও দুঃখ প্রকাশ করে বলেন জাতি এখনও বঙ্গবন্ধুর ছবি ছেড়ার অপশক্তির ছোবল হতে পরিত্রান পায়নি।
তাই এদেরকে আইনের আওতায় এনে উপযুক্ত শাস্তি প্রদান করার জন্য জোর দাবি জানাচ্ছেন বঙ্গবন্ধু পেশাজীবী ফোরামের সভাপতি জনাব তোফাজ্জল হোসেন।
Leave a Reply