পটুয়াখালী: ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলা অনুষদভুক্ত খ- ইউনিটের স্নাতক ভর্তি পরীক্ষার ফল প্রকাশিত করা হয়েছে। এতে পাসের হার ১৬.৮৯ শতাংশ। পরীক্ষায় প্রথম স্থান অর্জন করেন মো. জাকারিয়া। তার স্কোর ১২০ এর মধ্যে ১০০.৫। তিনি দারুন্নাজাত সিদ্দিকীয়া কামিল মাদ্রাসার শিক্ষার্থী।
জাকারিয়া মূল পরীক্ষায় ১০০ নম্বরের মধ্যে ৮০ দশমিক ৫০ পেয়েছেন।
ভর্তি পরীক্ষায় প্রথম হওয়া মো. জাকারিয়া রাজধানী ডেমরার দারুন্নাজাত সিদ্দিকীয়া কামিল মাদ্রাসা থেকে দাখিল ও আলিম দিয়ে ভর্তি পরীক্ষা দেন। তিনি পটুয়াখালী সদর উপজেলার বদরপুর ইউনিয়নের বাসিন্দা। ভর্তি পরীক্ষায় বরিশাল বিশ্ববিদ্যালয় কেন্দ্রে পরীক্ষা দিয়েছেন তিনি।
তার প্রথম শিক্ষাজীবন পাঙ্গাসিয়ার নেছারিয়া ফাযিল মাদ্রাসা। সেখান থেকেই হাফেজী সম্পন্ন করে। পিতা-মাতার স্বপ্ন পূরণে পাড়ি দেয় ঢাকায়। ঢাকায় দারুন্নাজাত সিদ্দিকিয়া কামিল মাদ্রাসা নবম শ্রেণীতে ভর্তি হন। সেই থেকে পড়ালেখায় সৃজনশীল ভাবে মনোযোগ দেওয়া আজ তার সফলতা হাতের মুঠোয়।
দক্ষিণ বদরপুর গ্রামের ছোট্ট শিশু। বাবা মায়ের প্রথম সন্তান।
পিতা: সেলিম মোল্লা একটি কোম্পানি চাকুরী করেন, মাতা: দুদলমৌ একটি মাদ্রাসার শিক্ষিকা!
দুই ভাই এর মধ্যে তিনিই বড় ছোট ভাই দারুন্নাজাত সিদ্দিকিয়া কামিল মাদরাসার নবম শ্রেণীর শিক্ষার্থী।
Leave a Reply