মোঃ জাহাঙ্গীর হোসেন।
ভ্রাম্যমাণ প্রতিনিধি-
সাতক্ষীরা সদর উপজেলার তলুইগাছা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রেহেনা আক্তারের প্রত্যাহার ও সীমাহীন দুর্নীতির প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১০আগস্ট) সকালে বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি ও অভিভাবক সদস্যদের আয়োজনে ওই প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধন অনুষ্ঠিত হয়। বিদ্যালয়ের সামনে অনুষ্ঠিত মানববন্ধনে বক্তব্য দেন- তলুইগাছা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি রিপন বাবু, অভিভাবক সদস্য আব্দুল আহাদ, জমাত আলী, মজনু, কওসার, ইবারুল, বদরুজ্জামান, ইলিয়াজ, আরিফুল, রোজিনা খাতুন, মারিয়া, সালমা খাতুন, নারগীজ সহ এলাকার শত শত নারী পুরুষ প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধনে উপস্থিত ছিলেন। মানববন্ধনে তারা অভিযোগ করে বলেন-এই শিক্ষক স্কুলে যোগদানের পর থেকে শুরু হয়েছে অনিয়ম আর দুর্নীতি। স্কুলের গাছ কাটা, পুকুর পাড়ে মাটি ভরাট, টয়লেট সংস্কার, স্কুল খাতা, ল্যাবট্যাবসহ বিভিন্ন অভিযোগ তুলে ধরে প্রতিবাদ সমাবেশে উপস্থিতিরা বক্তব্য দেন। তারা এই দুর্নীতিবাজ শিক্ষকের প্রত্যাহারের দাবী জানিয়ে জেলা প্রশাসকের সু-দৃষ্টি কামনা করেন। এদিকে অভিযুক্ত শিক্ষক রেহেনা আক্তার তার বিরুদ্ধে উঠা সকল অভিযোগ মিথ্যা বলে দাবী করেন।
Leave a Reply