তালা প্রতিনিধি;
সাতক্ষীরার তালার কানাইদিয়ায় কপোতাক্ষ নদের চরভরাটি জমি অবৈধ দখলদারদের কাছ থেকে উদ্ধার করা হয়েছে। কপিলমুনি-কানাইদিয়া খেয়া ঘাটের কানাইদিয়া অংশে কপোতাক্ষ নদ খননের সময় ভেড়ীবাঁধ দেয়া হয়েছিল। স্থানীয় ভূমি দস্যুরা সেই ভেড়ীবাঁধের মাটি কেঁটে সমতল করে স্থায়ীভাবে দোকান ও বাড়িঘর বানিয়ে ছিলেন সরেজমিনে সেটা প্রতীয়মান হয়। সূত্রে প্রকাশ স্থানীয় জনপ্রতিনিধিদের সহায়তায় কপোতাক্ষের ভরাটি জমিতে অবৈধভাবে স্থাপনা গড়ে তোলে কতিপয় ব্যক্তি।যা উচ্ছেদ করা হয়েছে।
বৃহস্পতিবার (১৫ জুলাই) সকালে তালা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তারেক সুলতান, সায়রাত সহকারী অসীম চক্রবর্তী, ইউনিয়ন উপ-সহকারী ভূমি কর্মকর্তা আব্দুল জলিল কে সাথে নিয়ে ভূমি দস্যুদের দখলে থাকা এ চরভরাটি জমি উদ্ধার করেন।
এসময় তাদের দখলীয় জায়গা থেকে ২ আঁধাপাকা ঘর অপসরণ করেন এবং অন্য ২ টি ঘরমালিকের সরিয়ে ফেলানোর জন্য ২৪ ঘণ্টা সময় বেঁধে দিয়েছেন তিনি।
জানতে চাইলে ইউনিয়ন উপ-সহকারী ভূমি কর্মকর্তা আব্দুল জলিল বলেন, যে সকল ব্যক্তি চরভারাটি জমি দখল করে আছেন ছেড়ে দেয়ার জন্য রবিবারে নোটিশ দেয়ার জন্য এসিল্যাÐ স্যার নির্দেশ দিয়েছেন।
সহকারী কমিশনার (ভূমি) তারেক সুলতান বলেন, সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে উপজেলা নির্বাহী কর্মকর্তা তারিফ-উল-হাসান স্যারের অনুমতিক্রমে কানাইদিয়া খেয়াঘাটের উপরে কপোতাক্ষ নদের জমিতে গড়ে ওঠা অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে।
Leave a Reply